MG Comet EV Price Hike: দেশের সবথেকে সস্তার ইভি ছিল এই মডেলটি এতদিন। তবে এবার সেই শিরোপা থেকে সরে যাচ্ছে গাড়ির মডেল। এমজি মোটরস তাদের এই কমেট ইভি মডেলের দাম বাড়িয়ে দিয়েছে আর জুলাই মাস থেকেই এই বর্ধিত দাম (MG Comet EV) কার্যকর হবে বলে জানিয়েছে। সংস্থাটি এর দাম ১৫ হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ফলে আপনি যদি ২০২৫ সালের জুলাই মাসে এই গাড়িটি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনাকে (MG Comet EV Price Hike) এখন ১২,৭০০ টাকা অতিরিক্ত দিতে হবে। এই নিয়ে পরপর দুই বার এমজি মোটর্স সংস্থা তাদের ইভির দাম বদল করেছে। ২০২৫ সালে এর আগে জানুয়ারি মাসেও ইভির দাম বদল করেছিল এই সংস্থা।
বাজারে মিলছে চারটি ভ্যারিয়ান্ট
বাজারে এমজি কমেট ইভি এখন চারটে ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। এমজি কমেট ইভি ভারতের বাজারে যে চারটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে সেগুলি হল এক্সিকিউটিভ, এক্সাইট, এক্সক্লুসিভ, এবং ১০০ ইয়ার এডিশন। এই সমস্ত ভ্যারিয়ান্টেই একবার সম্পূর্ণ চার্জ দিলে ২৩০ কিমি রাস্তা যেতে পারে তেমনই ARAI সার্টিফিকেশন দিয়েছে। এই পরিসরটি শহুরে রাস্তার জন্য আরও ভাল। এর ফলে এই গাড়িটি দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারে আদর্শ হয়ে উঠেছে বলা চলে।
ডিজাইন কেমন
এমজি কমেট ইভির ডিজাইন চিনা বৈদ্যুতিন গাড়ি উলিং এয়ার ইভি থেকে অনুপ্রাণিত। এর দৈর্ঘ্য ২৯৭৪ মিমি, প্রস্থ ১৫০৫ মিমি এবং উচ্চতা ১৬০৪ মিমি। এই গাড়ির হুইলবেস রয়েছে ২০১০ মিমি, আর এর টার্নিং রেডিয়াস ৪.২ মিটার হওয়ায় এটি সরু রাস্তায় ও সীমিত জায়গায় পার্ক করা খুব সহজ। ডিজাইনের দিক থেকে এতে অনেক আধুনিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন ক্লোজড ফ্রন্ট গ্রিল, ফুল ওয়াইড এলইডি লাইট স্ট্রিপ, স্মুথ হেডল্যাম্প, বড় আকারের দরজা, স্পোর্টি অ্যালয় হুইল, আর ফ্ল্যাট রিয়ার সেকশন, এই সমস্ত উপাদান একসঙ্গে এটিকে একটি মিনি-মর্ডার্ন লুক এনে দিয়েছে।
ফিচার্স কী কী
এমজি কমেট ইভি ফিচার্স ও আরামের এক দুর্দান্ত সমন্বয়। এতে রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, টার্ন বাই টার্ন নেভিগেশন, আবহাওয়ার তথ্য, আর রিয়েল টাইম ট্রাফিক আপডেটের মত ফিচার্স প্রদান করে। এছাড়াও এতে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভের ডিসপ্লে রয়েছে, যা যানবাহন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে। ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনটিকে গাড়ির সিস্টেমের সঙ্গে পেয়ার করে ভয়েস কমান্ড, কল এবং মিউজিক ও নেভিগেশনের মত ফিচার্স উপভোগ করতে পারবেন।
রঙের বিকল্প
এমজি কমেট ইভি চারটি আকর্ষণীয় রঙে কেনা যাবে বে (নীল), সেরিনিটি (সবুজ), সানডাউনার (কমলা) আর ফ্লেক্স (লাল)।
Car loan Information:
Calculate Car Loan EMI