রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে পঞ্চায়েত স্তরে বারবার নানা প্রকল্প নিয়ে তৃণূমল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এবার তেমনই অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয় দুই তৃণমূল নেতার নামে পঞ্চায়েতের একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল। পঞ্চায়েত ভোটের আগে তাঁকে হেয় করতেই এই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়িয়ে বাম ও বিজেপি। 


কোথায় পোস্টার:
রাস্তার ধারের কোনও দেওয়াল নয়, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এই পোস্টার পড়েছে খোদ দক্ষিণ ২৪ পরগনার প্রতাপনগর অঞ্চল তৃণমূলের কার্যালয়ে। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য এবং পঞ্চায়েতের পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য সঞ্জয় নস্কর এবং প্রতাপনগর অঞ্চল সভাপতি দিলীপ ঢালি বিভিন্ন প্রকল্পের কাজ না করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। পোস্টারে এমনই অভিযোগ করা হয়েছে। সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই পোস্টার ছেয়ে গিয়েছে। অভিযোগের পক্ষে সবরকম প্রমাণ রয়েছে, পোস্টারে এমন দাবিও করা হয়েছে। রাস্তা, খাল তৈরি, জব কার্ড, স্কুল তৈরি- এমন নানা বিষয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তোলাবাজি থেকে শুরু করে গাছ কেটে বিক্রি করা-এমন অভিযোগও করা হয়েছে। পোস্টারের শেষে লেখা হয়েছে, 'আমাদের বিধায়ক লাভলি মৈত্রর কাছে জানতে চাই এত দুর্নীতির পরেও এদের দল থেকে বহিষ্কার করা হবে না কেন? এরা কি প্রতাপনগরের সম্পদ? তাহলে জনসাধারণের ভাবনা, এদের দুর্নীতির সাথে ওপর মহলের যোগ আছে।'


রাজনৈতিক তরজা: 
পোস্টারে লেখা রয়েছে প্রতাপনগর অঞ্চলের বাসিন্দাদের তরফে এই অভিযোগ করা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূলের একাংশের দাবি, পোস্টারের নেপথ্যে রয়েছে দলেরই একাংশ। প্রতাপনগরের তৃণমূল কর্মী সীমন্ত সর্দার বলেন, 'পার্টি অফিস খুলতে এসে দেখি পোস্টার দিয়েছে। আমার মনেহয় তৃণমূলেরই কেউ করেছে। বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।' এই বিষয়ে প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল নেতা সঞ্জয় নস্করের। পঞ্চায়েত ভোটের আগে তাঁকে হেয় করতেই এই পোস্টার দেওয়া হয়েছে, বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি দিলীপ ঢালি। তিনি বলেন, 'ভোটের আগে হেয় করতে এসব করছে।' 


ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে একযোগে নিশানা করেছে বিজেপি ও সিপিএম। পঞ্চায়েত স্তরে এমন দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপির দক্ষিণ ২৪ পরগনা পূর্ব সাংগঠনিক জেলা সভাপতি উত্তর কর। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ি বলেন, 'তৃণমূলের উপর থেকে তলা পর্যন্ত পুরোটাই দুর্নীতিগ্রস্ত।'


তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের ১৪ আসনের মধ্য়ে ১২টি রয়েছে তৃণমূলের দখলে। একটি করে আসন দখলে রয়েছে সিপিএম ও নির্দলের।


আরও পড়ুন: শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের বাড়িতে রাতভর তল্লাশি, হাতে বিস্ফোরক নথি! দাবি ইডির