হিন্দোল দে, রায়দিঘি: ধানের বস্তা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় বিপত্তি। রায়দিঘিতে মাঝনদীতে নৌকাডুবি (Raidighi Boat Capsized)। এই ঘটনায় হতাহতের খবর নেই যদিও। সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রায় ৩৫০ বস্তা ধান নদীর জলে উল্টে যায় বলে জানা যাচ্ছে। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। 


প্রায় ৩৫০ বস্তা ধান নদীর জলে উল্টে যায় বলে জানা যাচ্ছে


দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘির ঘটনা। শনিবার সকালে সূর্যপুর ঘাটের কাছে এই ঘটনা ঘটে। তাতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। তাতে সকলকে উদ্ধার করা গিয়েছে নিরাপদে। তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্ত করেছে পুলিশ। 


স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমার এল প্লট থেকে নৌকায় ধানের বস্তা চাপিয়ে রায়দিঘি বাজারে আসছিল একটি নৌকা। নৌকায় প্রায় ৩৫০ বস্তা ধান বোঝাই করা হয়েছিল বলে জানা যাচ্ছে। বেশ কিছু লোকজনও নৌকায় ছিলেন। সেই অবস্থায় নদীপথ থরে এগোচ্ছিল নৌকাটি। সেই সময়, সূর্যপুর খেয়াঘাটের কাছে নৌকাটি আচমকা উল্টে যায় বলে জানা গিয়েছে। 


আরও পড়ুন: Terrorist Arrested: জেহাদি কার্যকলাপের অভিযোগ, জঙ্গি সন্দেহে ধাওয়া করে হাওড়ায় ২ জনকে গ্রেফতার STF-এর


আচমকা এই ঘটনায় শোরগোল পড়ে যায়। খবর পৌঁছয় রায়দিঘি থানায়। তাতে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। থানার আইসি অমিয় কুমার ঘোষও ঘটনাস্থলে পৌঁছন। উদ্ধারকার্য তদারকি করার পাশাপাশি নৌকার যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। সকলের খোঁজ-খবর নেন। পুলিশ এবং স্থানীয়দের চেষ্টায় নৌকার সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় বলে জানা গিয়েছে। 


ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর নৌকার মাঝি তপন কুমার মল্লিক জানান2, নৌকাটি পাড়ের খুব কাছে চলে এসেছিল।  সেই সময় আচমকা  বালির চরে ধাক্কা লাগে। তাতেই উল্টে যায় নৌকাটি। এর পরই নৌকায় থাকা সকল ব‍্যক্তি ড্রাম নিয়ে নদীর জলে ঝাঁপ দেন।


নৌকাটি পাড়ের কাছাকাছি চলে আসাতেই বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে


তবে স্থানীয়দের মতে, নৌকাটি পাড়ের কাছাকাছি চলে আসাতেই বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। রায়দিঘি থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। নৌকার বহন ক্ষমতাও যাচাই করা হচ্ছে। প্রাথমনিক তদন্তে পুলিশের ধারণা, বহনক্ষমতার চেয়ে ঢের বেশি ধান নিয়ে বোঝাই করা হয় নৌকাটি। সেই কারণেই নৌকাটি উল্টে যায় কিনা, খতিয়ে দেখা হচ্ছে।