অরিত্রিক ভট্টাচার্য, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনে বিধ্বংসী আগুন (Santoshpur Station Fire)। শিয়ালদা-বজবজ আপ-ডাউনে ট্রেন চলাচল বন্ধ। প্ল্যাটফর্মে অন্তত ১৫টি দোকান পুড়ে ছাই। বিকেল সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে বলে খবর। প্রায় দেড় ঘণ্টা পর, সন্ধে ৭টা পর্যন্ত সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। বরং ছড়াতে ছড়াতে একের পর এক দোকান আগুনের গ্রাসে চলে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা (South 24 Parganas News)।
স্টেশন সংলগ্ন দোকানগুলিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে বলে জানা গিয়েছে
অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদা-বজবজ আপ এবং ডাউনে লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। প্রচুর মানুষ রয়েছেন স্টেশনে। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কারণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। তাতে আতঙ্ক আরও বাড়ছে। কারণ স্টেশন সংলগ্ন দোকানগুলিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত রয়েছে বলে জানা গিয়েছে। আগুন স্টেশন সংলগ্ন এলাকায় আরও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা।
অগ্নিকাণ্ডের জেরে সন্তোষপুর স্টেশনের ২ নম্বর স্টেশনের ছাউনিও দাউদাউ করে জ্বলতে শুরু করেছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে আগুন নেভাতে আরও খানিকটা সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে দাবি, আগুন ছুঁয়ে ফেলেছে প্যান্টোগ্রাফ। তড়িঘড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে বিপদ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে
সন্তোষপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রচুর মানুষের বাসও রয়েছে। কিন্তু আগুন যে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা নেই। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। কিন্তু প্যান্টোগ্রাফ যেখানে ছুঁয়ে ফেলেছে আগুন, সেখানে আগুন নেভানো সম্ভব হলেও, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তার উপর গায়ে গায়ে একের পর এক দোকান থাকায় বিপদ বাড়ছে।
এ নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র লেন, "আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আগুন নেভানোর, ট্রেন পরিষেবা স্বাভাবিক করার। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয়েছে পরিষেবা।" তবে আগুন লাগল কী ভাবে, এখনও পর্যন্ত স্পষ্ট নয়।