হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : সোনারপুরের (Sonarpur) গঙ্গাজোয়ারায় খাবারের দোকানে বিস্ফোরণে মৃত্যু দোকান-মালিকের স্ত্রীর। আশঙ্কাজনক অবস্থায় বালিগঞ্জের একটি নার্সিংহোমে ভর্তি দোকানের মালিক। গতকাল ভোররাতে  দোকান লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ (Police)। ব্যক্তিগত শত্রুতা থেকেই যে হামলা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। 


মহালয়ার (Mahalaya) দিন একদল দুষ্কৃতী এসে ওই দোকান মালিককে শাঁসিয়ে গিয়েছিল বলেই অভিযোগ স্থানীয়দের। যে ঘটনার জেরে ওই দোকান মালিক ও তাঁর স্ত্রী বেশ আতহ্কে ছিলেন বলেও দাবি তাঁদের। যে ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। ভোররাতে দোকান লক্ষ্য করে উড়ে এল বোমা। দোকান ধূলিস্যাৎ হয়ে যাওয়ার পাশাপাশি বোমার আঘাতে মৃত্যু হল দোকান মালিকের স্ত্রীর। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ওই দোকান মালিককে। এভাবে খাবারের দোকান লক্ষ্য করে বোমা উড়ে আসা ও মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। 


প্রসঙ্গত, কিছুদিন আগেই স্ত্রীকে ফিরে পেতে এবার শ্বশুরবাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। দেগঙ্গার (De Ganga Bomb Hurled) হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জঙ্গলের মধ্যে জোড়া বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় এলাকায়। প্রাথমিক ভাবে খবর, বনিবনা না হওয়ায় বাপের বাড়িতে চলে গিয়েছিলেন স্ত্রী (Couple Discord)। তাঁকে ফেরাতে না পেরে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের জানান স্ত্রী।                  


                                                                                                                                                                                 


 


আরও পড়ুন- এবার দুবাইয়ে মিলল রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের জোড়া ফ্ল্যাটের হদিশ, ছিল পালানোর পরিকল্পনা ?