রঞ্জিত হালদার, সোনারপুর: স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur) মানিকপুরের ঘটনা। স্থানীয়দের দাবি,স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মাসকয়েক ধরে অশান্তি চলছিল।
স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মানিকপুরের ঘটনা। মৃত্যু হয়েছে বছর ৫৫-র মীনা দেবনাথ নামে ওই মহিলার।৩৫ বছর আগে প্রেম করে বিয়ে। অভিযোগ, সম্প্রতি বছর সাতান্নর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় মাসকয়েক ধরে অশান্তি চলছিল। বুধবার দম্পতির মধ্যে ঝগড়া শুনেছিলেন প্রতিবেশীরা। এরপরই উধাও হয়ে যান স্ত্রী। শুক্রবার রাতে বাড়ির কাছেই বাগানের ভিতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল।মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।
কোথাও স্বামীর হাতে স্ত্রীর, কোথাও স্ত্রীর হাতে স্বামীর। বর্ষবরণের আগের রাতে বাঁকুড়া থেকে দক্ষিণ ২৪ পরগনা-এমনই নির্মম ঘটনার সাক্ষী রইল। বাঁকুড়া শ্যামদাসপুর গ্রামে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মৃত্যু হয়েছে সিন্টু আদক নামে বছর ৫১-র ওই ব্য়ক্তির। মত্ত অবস্থায় স্বামী অত্যাচার করতেন বলে বছর ছয়েক আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বিড়ি বেঁধে সংসার চালিয়ে, তিন মেয়েকে বড় করে বিয়েও দেন। অভিযোগ, এরপরও বন্ধ হয়নি স্বামীর অত্যাচার। শুক্রবার বাপের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করায়, স্বামীকে বাঁশের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন স্ত্রী। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনকয়েক আগে নিউ জলপাইগুড়ি স্টেশন ও আমবাড়ি স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মীর। ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ। লাইসেন্সড আগ্নেয়াস্ত্রটি নিহতেরই বলে জানিয়েছে পুলিশ। গুলিকাণ্ডের অবসরপ্রাপ্ত সেনা কর্মী সহযাত্রীদের সঙ্গে বচসায় জড়ান বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ দিল্লিগামী কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেস এনজেপি স্টেশনে ঢোকার মুখে অসংরক্ষিত কামরায় ৩ রাউন্ড গুলি চলে। এক যাত্রী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। তাঁর পাশে একটি আগ্নেয়াস্ত্র পড়েছিল। মৃতের পায়ে ও তলপেটে গুলি লাগে। মৃত সঞ্জয় সিং পারমার মধ্যপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: Group D Job Seekers: সুদিন ফেরার আশায় সিদ্ধিদাতার আরাধনা, পয়লা বৈশাখেও পথে চাকরিপ্রার্থীরা