রঞ্জিত হালদার, সোনারপুর: সোনারপুরে ৮ বছরের ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার মা। গতকাল সকালে সোনারপুরের খেয়াদহে নিজের বাড়িতেই গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ৮ বছরের বালকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ছেলেকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করেন বছর ৩৫-এর মহিলা।
৮ বছরের ছেলে খুনে মাকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ছেলে দুষ্টুমি করছিল, বিরক্ত হচ্ছিলেন। এমনই দাবি খুনে অভিযুক্ত মায়ের। গতকাল মাকে গ্রেফতার করে তদন্তের জন্য বাড়িতে আনা হলে মারমুখী হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দিতে হয়। গতকাল সকালে সোনারপুরের খেয়াদহে নিজের বাড়িতেই গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ৮ বছরের বালকের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ছেলেকে খুন করে থানায় এসে আত্মসমর্পণ করেন বছর ৩৫-এর মহিলা। কী কারণে ছেলেকে খুন, খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
আরও পড়ুন: North Dinajpur News: গোয়ালপোখরে পুলিশের এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু, গ্রেফতার আরও এক সহযোগী