অরিত্রিক ভট্টাচার্য, সোনারপুর: বাড়ির দেওয়ালে কালো তরলের রহস্য সন্ধানে বিশেষজ্ঞের সাহায্য নিল রাজপুর-সোনারপুর পুরসভা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্য়াপকের প্রাথমিক অনুমান, ওই জায়গায় মাটির নীচে জৈব তেলের স্তর রয়েছে। তবে তা দাহ্য নয়। াড়িতে খননকার্য চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। 


বাড়ির দেওয়াল বেয়ে, এরকম কালো, চটচটে তরল চুঁইয়ে পড়ছে গত দেড় বছর ধরে। বিষয়টা নজরে আসার পর, রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজপুর-সোনারপুর এলাকায়। কিন্তু, এই তরল আসলে কী? তা জানতে এবার বিশেষজ্ঞের দ্বারস্থ হল রাজপুর-সোনারপুর পুরসভা। মঙ্গলবার, ২৯ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতে গিয়ে, চারদিক পরীক্ষা করে দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের oceanology বা সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

প্রাথমিকভাবে তাঁর অনুমান, ওই জায়গায় মাটির নীচে জৈব তেলের স্তর রয়েছে, যা বেশ পুরনো। পলিমারাইজড হয়ে যাওয়ার কারণে কালো ঘন হয়ে গেছে। ওই জৈব তেলই কোনওভাবে বাইরে বেরিয়ে আসছে বলে প্রাথমিক অনুমান। ওই জৈব তেল দাহ্য নয়, প্রাথমিক পরীক্ষার পর সে বিষয়ে মোটামুটি নিশ্চিত সমুদ্রবিজ্ঞানের অধ্যাপক। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকেও বিষয়টি খতিয়ে দেখার আবেদন করে চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাজপুর-সোনারপুর পুরসভা।


যদিও এখনই কমছে না বাসিন্দাদের উদ্বেগ। এর আগে গত রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক দেবজ্যোতি ঘোষালকে নিয়ে ঘটনাস্থলে যায় এবিপি আনন্দ। কালো তরলের রহস্যের সন্ধানে হাতেকলমে চলল পরীক্ষা। প্রশ্ন হল, বাড়ির দেওয়াল এভাবে তেলতেলে হচ্ছে কী কারণে? বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান ছিল, অনেকদিন ধরে তেল জাতীয় চটচটে কোনও পদার্থ বাতাসের সংস্পর্শে এসে এমন কালো রং নিয়েছে। এপ্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, "তেল তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু তেলের সঙ্গে কিছু অপদ্রব্যও মেশানো আছে। সেই অপদ্রব্যগুলো পলিমারাইজড সাবস্ট্যান্স হতে পারে যেটা দিক নির্দেশ করছে যে এই তেলটা মিনারেল অয়েলও হতে পারে, ন্যাচারাল অয়েলও হতে পারে। কিন্তু তেলটা বহু পুরনো।'' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "কোনওভাবে এটা পেট্রোলিয়াম অয়েল হওয়া সম্ভব নয়। এরকম হতে পারে জলাজমিতে বাড়িতে হলে এই ধরনের ছত্রাকজাতীয় কিছু হতে পারে।''                                  

আরও পড়ুন: HMPV ICMR Guideline: নতুন বছরে দেশে HMPV উদ্বেগ, একগুচ্ছ নির্দেশিকা জারি ICMR-এর