রঞ্জিত সাউ, সোনারপুর: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-সিপিএমের বিবাদে উত্তপ্ত সোনারপুরের (Sonarpur) কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে গ্রেফতার সিপিএম সদস্যার স্বামী। হামলা-যোগ অস্বীকার বামেদের। পাল্টা সিপিএম সদস্যার বাড়ি ভাঙচুর, বাম নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।


তৃণমূল-সিপিএমের বিবাদে উত্তপ্ত সোনারপুর: এই ঘটনায় গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈেরি হয়। এর প্রতিবাদে গতকাল রাতে সোনারপুর থানায় যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় সিপিএম নেতার।  সিপিএম সদস্যার বাড়ি ভাঙচুরে অভিযুক্তরা গ্রেফতার না হলে, আন্দোলনে নামার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বামেরা। সিপিএম সদস্যার বাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ: দিনকয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার দুই জায়গায় সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। ভাঙড়ে দুর্নীতির বিরুদ্ধে সিপিএমের মিছিলে আক্রমণের অভিযোগ ওঠে। একই দিনে সোনারপুরে রেশন দুর্নীতির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। ভাঙড়ের বানতলায় সিপিএমের জাঠায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত ৭ সিপিএম কর্মী। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ বাম কর্মীদের। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার স্লোগান দিয়ে এদিন বানতলা থেকে বামনঘাটা পর্যন্ত মিছিল করার কথা ছিল সিপিএমের। অভিযোগ, মিছিল শুরুর আগে বাম কর্মীরা জড়ো হওয়া মাত্র তাঁদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। এর প্রতিবাদে বেশ কিছুক্ষণ বাসন্তী হাইওয়ে অবরোধ করেন বাম কর্মীরা। পরে তাঁরা মিছিল করেন। মুখ্যমন্ত্রীর নামে মিথ্যা অভিযোগ তোলায় জনরোষের শিকার হয়েছেন সিপিএম কর্মীরা, দাবি তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তীর। 


সোনারপুরের মালঞ্চ পঞ্চবটি এলাকায় প্রায় তিন মাস ধরে রেশন মিলছে না বলে অভিযোগ তুলেছে স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, রেশন গ্রাহকের তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে।সে নিয়ে রবিবার, এলাকায় পোস্টার দেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তারপরই সিপিএম কর্মীদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। শাবল দিয়ে মেরে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। পাল্টা হামলার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে শাসকদলও।


আরও পড়ুন: Madan Mitra: সাবধানে ঘোরাফেরা করুন, কোথায় টপকে যাবেন বলা যায়! মদনের নিশানায় বিজেপি-সিপিএম