পার্থপ্রতিম ঘোষ, বজবজ (দক্ষিণ ২৪ পরগনা) : পুরভোটের (Municipal Election 2022) প্রাক্কালে যেন যাবতীয় ঘটনাক্রম দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)। জায়গায় জায়গায় শাসকদলের ক্ষোভ-বিক্ষোভ, তালিকা বিভ্রাট অব্যাহত মনোনয়ন (Nominaation Filing)। ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের হুঁশিয়ারি। এসবের মাঝেই আবার ভোটযুদ্ধের আগেই বজবজ পুরসভা (Budge Budge Municipality) দখল নিল তৃণমূল (TMC)। একাধিক ওয়ার্ড বিরোধীশূন্য থাকায় মনোনয়নের শেষদিনেই সরকারিভাবে বজবজ পুরসভায় ঘাসফুল ফোটার খবর জানিয়ে দেওয়া হল।
২৭ ফেব্রুয়ারি ভোটের জন্য আজই ছিল মনোনয়নের শেষ দিন, যেখানে দেখা গেল, বজবজ পুরসভার ১২টি ওয়ার্ডেই নেই বিরোধী প্রার্থী। প্রসঙ্গত, বজবজ পুরসভায় মোট ওয়ার্ড ২০টি। যার ফলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১১ টি ওয়ার্ড। কিন্তু বজবজের ২০টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডই বিরোধীশূন্য থাকায় মনোনয়ন জমা দেওয়ার শেষদিনেই পুরসভার দখল নিল তৃণমূল। উল্লেখ্য, বজবজে ২০টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২টি ওয়ার্ডে বিজেপি প্রার্থী। আর ২০টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে বাম ও ৩টিতে কংগ্রেস প্রার্থী দিয়েছে।
এদিকে, এদিনই বিনা লড়াইয়ে সাঁইথিয়া পুরসভা গেল তৃণমূলের দখলে। সেখানের ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী। সাঁইথিয়ার ৩টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিল শুধু বামেরা। সাঁইথিয়া পুরসভার কোনও ওয়ার্ডেই নেই বিজেপি প্রার্থী। ১০৮টি পুরসভার ভোটে আজই মনোনয়নের শেষ দিন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পরই শুরু হয় তাঁদের কর্মী সমর্থকদের জয়োল্লাস। এই ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়, 'এই ফলের সম্পূর্ণ কৃতিত্ব আমি দেব আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে। কারণ ওঁদের হাতে যে উন্নয়ন হয়েছে তার পরিপ্রেক্ষিতেই অন্যান্য দলের লোক ভেবেইছিল ছিল যে এদের উন্নয়নের বিরুদ্ধে প্রার্থী দেওয়া অন্যায়। তাই তারা প্রার্থীও দেয়নি। আমাদের ১৬টা ওয়ার্ডের ৩টেয় সিপিএম প্রার্থী দিয়েছে। সেগুলি ১, ৪, ১২। বাকি আর কোথাও কেউ প্রার্থী দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমরা জয়লাভ করলাম।'