হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বর্বরতার ছবি। এক যুগলকে বিবস্ত্র করে গাছে বেঁধে বেদম মারধরের অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে মরাধর করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় ভিডিও ভাইরাল হয়েছে। মহিলার দেওর, শাশুড়ি-সহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।    


বর্বরতার অভিযোগ:
মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল কুলপি। বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগে কার্যত 'তালিবান শাসন'-এর ছবি দেখা গেল। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যেভাবে এক যুগলকে মারা হল, তাতে শিউড়ে উঠেছেন অনেকেই। আর মারধরের অভিযোগ উঠেছে আক্রান্তের আত্মীয় ও প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনার ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 
পুলিশ সূত্রে খবর, মহিলার স্বামী ভিনরাজ্যে কর্মরত। অভিযোগ, প্রতিবেশী যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয় মহিলার। বুধবার রাতে গৃহবধূকে ওই যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন দেওর ও শাশুড়ি। ঘটনা জানাজানি হতেই, যুগলকে বিবস্ত্র করে গাছে বেঁধে মারধর করা হয়। রেকর্ড করা হয় ঘটনার ভিডিও। পরে ভাইরাল হয় সেই ভিডিও। কিন্তু থানা-পুলিশ থাকা সত্ত্বেও কেন এভাবে আইন হাতে তুলে নিলেন শ্বশুরবাড়ির লোকেরা? প্রশ্ন উঠছে। আক্রান্ত মহিলা বলছেন, 'আমি অন্যায় করেছি... কিন্তু এভাবে মারা হল কেন? ঘটনায় জড়িতদের শাস্তি চাই।'


ঘটনার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। শনিবার কুলপি থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। মহিলার দেওর, শাশুড়ি-সহ ১২ জনকে গ্রেফতার করেছে কুলপি থানার পুলিশ। ঘটনার পর আতঙ্কে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন আক্রান্ত ওই মহিলা।


অন্যত্রও এক অভিযোগ:
গত বছরে মুর্শিদাবাদে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে খুনের অভিযোগ উঠেছিল। স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এমন সন্দেহে প্রতিবেশীকে বাড়িতে ডেকে নিয়ে এসে গলিরা নলি কেটে খুন করার অভিযোগ উঠেছিল। মুর্শিদাবাদের শক্তিপুর থানা এলাকার ঘটনা ছিল। স্ত্রীর সামনেই তাঁর ‘প্রেমিক’কে গলা কেটে ‘খুনে’র অভিযোগ ছিল। তার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। নিহতের প্রতিবেশী লালা শেখ বলেন, "বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে জানতাম না আমরা।" পুলিশ সূত্রে খবর, ঘটনার পর, নিজেই থানায় গিয়ে ধরা দেন অভিযুক্ত। খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।


আরও পড়ুন: দরজা খুলেই দিলেন অভিষেক! বিজেপি থেকে তৃণমূলে সুমন কাঞ্জিলাল, চৌকাঠে দাঁড়িয়ে আরও!