হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে নদীপথে জলদস্যুর হামলা। নৌকা সমেত যাত্রীদের অপহরণের অভিযোগ। এই ঘটনায় ৩ জলদস্যুকে (Pirates) গ্রেফতার করল কুলতলি (Kultali News) থানার পুলিশ।


নৌকা দেখলেই চড়াও! সুন্দরবনে গ্রেফতার ৩ জলদস্যু


কথাতেই বলে, সুন্দরবন (Sundarbans) মানে জলে কুমীর, ডাঙায় বাঘ (South 24 Parganas News)। কিন্তু খাঁড়ি ও গহন জঙ্গলের ভিতর ওত্‍ পেতে রয়েছে আরও এক বিপদ, জলদস্যু। সাক্ষাত্‍ মূর্তিমান আতঙ্কই বটে! নদীতে নৌকো নিয়ে বেরোলেই তাদের দিতে হবে তোলা। কয়েকশো বা কয়েক হাজার নয়, অঙ্কটা প্রায় কয়েল লক্ষ টাকা। 


টাকা না দিলেই আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর, লুঠপাঠ করা হত বলে অভিযোগ। তাতেও কাজ না হলে, বাঘের জঙ্গলে ছেড়ে দিয়ে আসত জলদস্যুরা। সম্প্রতি এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান ৩ নৌকাযাত্রী। তাঁদের অভিযোগের ওপর ভিত্তি করে, ৩ জলদস্যুকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ। 


আরও পড়ুন: Primary TET Exam: পরীক্ষায় পাশ না করেও চাকরি! প্রাথমিক টেটেও দুর্নীতির অভিযোগ, মামলা হাইকোর্টে

পুলিশ সূত্রে খবর, রবিবার মাতলা নদীর জলপথ ধরে বসিরহাট থেকে রওনা হয়েছিল ২৩ হাজার ইটবোঝাই একটি নৌকা। গন্তব্য ছিল দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ। কুলতলির জলসীমায় ঢোকার পর, রাত হয়ে যাওয়ার কারণে কুলিপাড়া টেঁক এলাকায় নৌকা নোঙর করেছিলেন ৩ যাত্রী। 


অভিযোগ, তখনই হামলা চালায় একদল জলদস্যু। ব্যাপক মারধর করা হয় যাত্রীদের। তারপর যাত্রী সমেত গোটা নৌকাই অপহরণ করে নেয় তারা। উদ্ধার হওয়া নৌযাত্রী হান্নান মণ্ডল বলেন, "জলদস্যুরা এসে আমাদের মারধর করে। সব নিয়ে চলে যায়।" কাশেদ আলি নামের এক ব্যক্তি বলেন, "আমি কাল থেকে যোগাযোগ করতে পারছিলাম না। আজ থানায় এসে জানাই।"


এর পরই কুলতলি থানা, মৈপীঠ কোস্টাল থানা ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ তল্লাশি শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে ঝড়খালির জঙ্গল থেকে নৌকার নিখোঁজ ৩ জন যাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাঁরা প্রত্যেকেই বসিরহাটের বাসিন্দা। উদ্ধার হয় ইট বোঝাই নৌকা।  


আদালতে জেল হেফাজত জলদস্যুদের


রাতেই তিন জলদস্যুকে গ্রেফতার করে কুলতলি থানার পুলিশ। ধৃতদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।