নান্টু পাল, মুখলিশপুর, বীরভূম : প্রায় ঢিপির মতো মেঝের ওপর ডাঁই করে রাখা ধান। থরে থরে সাজানো রয়েছে ধানের বস্তা। একনজরে দেখে ধানের গুদাম বলে ভুল হলেও আসলে ছবিটা বীরভূমের পাইকরের মুখলিশপুর জুনিয়র হাইস্কুলের। পর পর রাখা ধানের বস্তায় মুখ ঢাকতে বসেছে ক্লাসরুমের ব্ল্যাকবোর্ড! এলাকাবাসীর অভিযোগ, গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকার সুযোগে ক্লাসরুমকে ধানের গুদামঘর বানিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য!


ঠিক কী অভিযোগ


অভিযোগকারী ও গ্রামের বাসিন্দা খায়ের শেখ বলেছেন, 'স্কুলের মধ্যে পঞ্চায়েত সদস্য প্রভাব খাটিয়ে স্কুলের দুটি ক্লাস রুমে দীর্ঘ দিন ধরে ধানের গোডাউন করে রেখেছে। গতকাল বিকেলে বিডিওকে লিখিতভাবে জানিয়েছি। আমরা চাই স্কুলকে স্কুল হিসাবে ব্যবহার করা হোক। স্কুলের উন্নতি হোক।' স্কুলের মধ্যে গোডাউন করা নিয়ে বিতর্ক তৈরি হতেই তড়িঘড়ি নিজের ভুল স্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য।


ভুলস্বীকার অভিযুক্তের


অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য জাইকুল শেখ বলেছেন, 'বৃষ্টির জন্য জমির ধান স্কুলের মধ্যে রেখেছিলাম। ভুল হয়েছে এমন করা। দু’একদিনের মধ্যে ধান সরিয়ে নেব।' যদিও অভিযোগ নিয়ে গ্রামবাসীরা বিডিও-র দ্বারস্থ হলে তারপরই তড়িঘড়ি স্কুল থেকে ধানের বস্তা সরানো হয়। বীরভূমের পাইকরের বিডিও মহম্মদ নাজির হোসেন বলেছেন, 'অভিযোগ পেয়েছিলাম। ধানের বস্তা সরিয়েছি।'


আরও পড়ুন- কোচিং সেন্টার দখল করে তৃণমূলের পার্টি অফিসে বদলে দেওয়ার অভিযোগ পানিহাটিতে


কটাক্ষ বিজেপির


স্কুলে ‘ধানের গোডাউন’ বিতর্কে তৃণমূলকে কটাক্ষ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, 'পাইকারে স্কুলে তৃণমূলের সদস্য ব্যবসা করছে। প্রশাসন নীরব। মমতা ব্যানার্জি সরকার ঠুটো জগন্নাথ। তৃণমূল নেতারা কাটমানি খাবে এর জন্য প্রশাসন নীরব।'


সূত্রের খবর, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে সেবিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে সতর্ক করে দিয়েছেন বিডিও। 


আরও পড়ুন- গায়ে সাদা অ্যাপ্রন, রোগীদের সামনে হম্বিতম্বি, মেডিক্যাল কলেজে গ্রেফতার ভুয়ো চিকিৎসক