কলকাতা: পৌষ সংক্রান্তির আগেই ফিরল শীত। বুধবার কলকাতায় (Kolkata Weather) পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। মরশুমের এই সময়ের জন্য় এই তাপমাত্রা স্বাভাবিক। এর আগে ১৮ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকাল জেলায় জেলায় ফের শীতের আমেজ। তাপমাত্রা নেমেছে অনেকটাই। কিন্তু এই শীত-সুখ বেশিদিনের নয়। কারণ দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে তাপমাত্রা। 

কী পূর্বাভাস?
বাংলাদেশ সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই বৃহস্পতিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।

                                                                                   
বৃষ্টির পূর্বাভাস:

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জন্য বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এই সপ্তাহ শেষের আগেই শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে। শুক্র ও শনিবার ৫ ও ৬ জানুয়ারি এই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

এরকম পরিস্থিতি চলার পর ১০ তারিখে সমস্ত সিস্টেমের সব প্রভাব কেটে গিয়ে নিচের দিকে নামতে শুরু করবে পারদ। ১১ জানুয়ারি থেকে চলতি শীতের মরসুমের দ্বিতীয় স্পেল আসতে চলেছে। কলকাতায় ফের তাপমাত্রা নামতে পারে ১৪ বা ১৩ এর ঘরে। পশ্চিমের জেলায় বৃষ্টির প্রভাব কেটে গেলে ১০ জানুয়ারির পর ফের পারদ নামতে পারে ১০ এর নিচে।              
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?

সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
03-Jan 15.0 23.0
Fog/mist in the morning and mainly clear sky later
04-Jan 16.0 24.0
Fog/mist in the morning and mainly clear sky later
05-Jan 18.0 25.0
Mainly Clear sky
06-Jan 18.0 26.0
Partly cloudy sky
07-Jan 18.0 26.0
Partly cloudy sky
08-Jan 17.0 27.0
Mainly Clear sky
09-Jan 17.0 27.0
Mainly Clear sky

আরও পড়ুন: খুশকি নিয়ে জেরবার? ঝরছে চুল? কী করবেন? পরামর্শ দিলেন ডাক্তার