কলকাতা : তীব্র গরমে নাজেহাল বাংলা ( West Bengal Weather ) । ৫ জেলায় বহাল চরম তাপপ্রবাহের ( Heat Wave )  সতর্কতা, সপ্তাহান্তে আবহাওয়া বদলের পূর্বাভাস - জ্বালাপোড়া গরম থেকে সামান্য় স্বস্তি। ভোরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টির ( Rain ) স্বস্তি মিলল। ভিজল মহানগরের কয়েকটি এলাকাও । তবে, পরিমান খুবই কম। আজ থেকেই কি তবে বদলাবে আবহাওয়া ? 


ভিজল উত্তরবঙ্গ


রই মধ্যে বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছিল উত্তরবঙ্গে । এবার বাড়ল পরিমান। ভারী বৃষ্টির সাক্ষী উত্তরবঙ্গ । ডুয়ার্সের একাধিক এলাকায় ঝড়, সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে । মালবাজার, নাগরাকাটা, চামুর্চি এলাকায় ব্য়াপক ঝড়-বৃষ্টি হয়। এই বর্ষণ কবে সমতলে নামবে, তারই অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। 

কী বলছে আবহাওয়া দফতর 


শুক্রবার থেকেই থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। একদিকে তাপপ্রবাহ চলবে অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও কতটা স্বস্তি মিলবে তা নিয়ে সন্দেহে আবহাওয়াবিদরা।


উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর টানে দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আর অন্যদিকে উত্তর-পশ্চিমের শুকনো ও গরম বাতাস। এই দুইয়ের সংঘাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা অতিক্রম করছে আর সেই কারণেই বৃষ্টি পার্বত্য এলাকায়। উপরের দিকের পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একসঙ্গে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের সব জেলায়।         


পুর্বাভাসে আলিপুর আবওহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার কলকাতার আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস।
দমদমে ৪১. ৭ এবং সল্টলেকে ৪১.৫।

কলকাতার পাশাপাশি, তীব্র তাপে পুড়ছে জেলাও।



  • বৃহস্পতিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৩।

  • পানাগড় ৪৩.৯

  • বীরভূমের শ্রীনিকেতেন ৪৩.৬

  • আসানসোল ৪২.৯

  • কলাইকুণ্ডা ৪২.৬

  • ঝাড়গ্রাম ৪২.৫ 

  • বর্ধমান ৪২.৫

  • পুরুলিয়া ৪২.৩

  • মালদা ৪২.১

  • মেদিনীপুর ৪২ ডিগ্রি সেলসিয়াস।



এরই মধ্যে জেলায় জেলায় দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। বাঁকুড়ার মেজিয়া ব্লকের অর্ধগ্রাম-এপানীয় জলের দাবিতে রাস্তায় হাঁড়ি কলসি রেখে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।