বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর থেকে উদ্ধার ২০টি সোনার বিস্কুট। ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর এলাকায় একটি গাড়িতে তল্লাশি অভিযান চালায় বিএসএফ-এর ১৩৭নং ব্যাটেলিয়নের জওয়ানরা। জানা গিয়েছে তল্লাশি অভিযানে ২০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গকুল দাস নামের এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে ঘটনাস্থল থেকে।
ধৃত গকুল দাস-এর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের মন্ডপ পাড়া এলাকায়। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়ে। জানা গেছে গাড়িটি সিন্টু মন্ডল নামের এক ব্যক্তির। আটক গাড়ির মালিকই সোনার ব্যবসার সঙ্গে যুক্ত। যদিও সোনা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে বিএসএফ কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোনার বিস্কুটগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও সোনা চালাচালানের (BSF Foils gold smuggling attempt) চেষ্টার খবর প্রকাশ্যে এসেছে। সেই পরিকল্পনা বানচালও করে বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্ত (north 24 Parganas) থেকে ৯৩ লক্ষ টাকার বিভিন্ন আকারের সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে তারা। সঙ্গে চোরাচোলানে যুক্ত সন্দেহে এক মহিলাকে আটক করা হয়।
বিশদ...
সূত্রের খবর, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে জয়ন্তীপুর ফাঁড়িতে চৌকি কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাংলাদেশের দিকের, চাটিসঘরিয়া গ্রাম থেকে ভারতের দিকে কিছু ছোড়ার শব্দ শুনতে পান সেদিন। মুহূর্তের মধ্যে শব্দের উৎস লক্ষ্য করে সেখানে পৌঁছন জওয়ারা। দেখা যায়, ভারতের দিকে একটি বাড়ির উঠোনে দুটি বাদামি রঙের টেপে মোড়ানো প্যাকেট পড়ে রয়েছে। ওই প্যাকেট থেকেই বিভিন্ন আকারের ৫টি সোনার বিস্কুট পাওয়া যায়। বাড়ির উঠানে এক জন মহিলাকেও সেই সময় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল বলে খবর। বিএসএফ জওয়ানরা দ্রুত ওই মহিলাকে আটক করেন। পরে তাঁকে সোনা চোরাচালানে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয় সোনার বিস্কুটের ওজন ১৫০৭.৯৭ গ্রাম, আনুমানিক মূল্য ৯৩ লক্ষ ১১ হাজার ৭১৪ টাকা।