মুন্না আগরওয়াল, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর) : গত তিন সপ্তাহে গোটা দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জ্বালানির দাম (Fuel Price Hike)। রাজ্যের বেশ কিছু জেলায় সেঞ্চুরি পার করেছে ডিজেল (Diesel Price Hike)। এই অবস্থায় উঠল কাটা তেলে বাস চালানোর অভিযোগ উঠল। আর সেই অভিযোগ পেয়েই তৎপর হল পরিবহণ দফতর (West Bengal Transport Deaprtment)। সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটের (Balurghat) মাহিনগরে অভিযান চালায় পরিবহণ দফতর। ছিল খাদ্য দফতর (Food Department) ও জেলা পুলিশের টিমও। ২টি বাস থেকে তেলের নমুনা সংগ্রহ করেন তাঁরা।
আর যে অভিযানের পরই ভাড়া বৃদ্ধির দাবিতে পরিষেবা বন্ধ করে দেন প্রায় ৭০ শতাংশ বেসরকারি বাস মালিক (Bus Owners)। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তাঁদের বক্তব্য, বাস কম চলছে। রাস্তায় বেরিয়ে নাজেহাল হতে হচ্ছে।
পরিবহন দফতর সূত্রে কী জানা যাচ্ছে
ডিজেল বা পেট্রলের সঙ্গে কেরোসিন ও ন্যাপথা মিশিয়ে তৈরি হয় কাটা তেল। দাম পড়ে কম। কিন্তু কাটা তেল পুড়ে যে ধোঁয়া বের হয়, তাতে থাকে কার্বন ও সালফার কণা। যা পরিবেশ ও মানুষের শরীরের পক্ষে বিপজ্জনক। আরটিও দফতরের আধিকারিকরা জানিয়েছেন, 'গাড়ির জ্বালানিতে কেরোসিন মেশানোর অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। ২টি বাসের তেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'
বাস-মালিকরা কী বলছেন
অধিকাংশ বাসের পরিষেবা বন্ধ করে দেওয়া প্রসঙ্গে বাস মালিকদের সংগঠন জানিয়েছে, ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বাস চালাতে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধির সমানুপাতিক হারে বাস বাড়া না বাড়ানোয় পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। প্রসঙ্গত, যা নিয়ে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজাও।
রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন সময়ে বারবার উঠেছে কাটা তেলে অটো চালানোর অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল বাসের ক্ষেত্রেও।
আরও পড়ুন- 'জমি-জমার সমস্যায় ছুটতে হবে না ল্যান্ড অফিসে' সমাধানের খোঁজ মুখ্যমন্ত্রীর