মুন্না আগরওয়াল, বালুরঘাট: দুয়ারে এসে কম পরিমাণে রেশনের (Ration) সামগ্রী দেওয়া। ভুয়ো কার্ডে রেশন তোলা। রেশন সামগ্রীর স্লিপ (Slip) না দেওয়া। রেশন ডিলারের বিরুদ্ধে এমনই একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। একইসঙ্গে জেলাশাসকের (District Magistrate) কাছে অভিযোগ জানান গ্রামবাসীরা।
রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ: বুধবার সকালে এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে, দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) কুশমণ্ডির ৭ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রামবাসীদের প্রতিবাদের জেরে রেশন সামগ্রী না দিয়েই ফিরে যান ডিলার। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত রেশন ডিলার কমলকুমার পাল কারচুপি করছেন। এ নিয়ে ব্লক প্রশাসনকে জানালেও, ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে যে রেশন ডিলারের বিরুদ্ধে এই অভিযোগ সেই কমল কুমার পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বিকার করেছেন।
ঠিক কী অভিযোগ? অভিযোগকারী গ্রামবাসী শামিম হোসেন বলেন, “ওজনে কম। ভুয়ো রেশন কার্ড দিয়ে তুলছেন। অনেকের ডাবল কার্ড রয়েছে। রেশন ডিলার হুমকি দেয়।’’ অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে এদিন জেলাশাসকের কাছে অভিযোগ জানান গ্রামবাসীরা। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, “রেশন কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। তাতে এধরনের কাজ হওয়া উচিত ছিল না। তাও অভিযোগ যখন এসেছে খতিয়ে দেখা হবে।’’এ নিয়ে অভিযুক্ত রেশন ডিলার কমলকুমার পাল কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও, নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে 'দুয়ারে রেশন' দিতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে ঝাড়গ্রামে (Jhargram)। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল রেশন বোঝাই পিকাপভ্যান । গুরুতর জখম চালক- সহ ৬ জন (Seriously injured 6)। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের কেঁদুগাড়ি থেকে ছাতিনাশোল যাওয়ার রাস্তায় রতিনগাড়িয়ার কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রেশন দ্রব্য বোঝাই পিকাপ ভ্যানটি কেঁদুগাড়ি গাড়ি থেকে বড় ঝাউড়ি 'দুয়ারে রেশন' দিতে যাচ্ছিল। সেই সময় রতিনগাড়িয়া কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।স্থানীয়রা ও গোপীবল্লভপুর থানার পুলিশ পিকাপে থাকা ৬ জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন।এখানে সেখানেই সকালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: Hooghly: সাংসদ কোথায়? কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা কটাক্ষ লকেটের