মুন্না আগারওয়াল, দক্ষিণ দিনাজপুর: রেশন সামগ্রী তুলতে গিয়ে বারান্দার শেড ভেঙে আহত হল আট রেশন গ্রাহক। ঘটনাটি ঘটেছে বংশিহারি শায়েস্তাবাদ প্রভু রাম চৌধুরী অ্যাকাউন্ট অফ এবারউদ্দিন আহমেদের রেশন দোকানে। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 


অন্যান্য দিনের মতো বুধবার আমবই, গৌরিপাড়া, করখা থেকে রেশন গ্রাহকরা সকাল থেকে রেশন দোকানের সামনে লাইন দেন। আচমকাই বেলা সাড়ে ১০টা নাগাদ রেশন দোকানের উপরে পাকা ছাদের শেড দুমড়ে-মুচড়ে ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলেই আহত হন আট জন রেশন গ্রাহক। ওই ঘটনার পর আতঙ্কে বাকি গ্রাহকরা রেশন কার্ড, ব্যাগ পত্র ফেলে ভয়ে পালিয়ে যায়। উপস্থিত কিছু গ্রাহক ও এলাকাবাসী মিলে আহত ৮ জনকে রশিদপুর হাসপাতালে নিয়ে যায় ভর্তি করতে।


আরও পড়ুন, বারুইপুরে অভিনব কায়দায় ছিনতাই, সাইকেলে দড়ি জড়িয়ে ১ লক্ষ ৩৫ হাজার সাফ!


আহত আট জনের মধ্যে চারজনের আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য চারজনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। বাকি ৪ জনের রশিদপুর হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা হলেন শৈলেন মুর্মু, বাপ্পা দেবশর্মা, তাপস রায়, সমীরণ মার্ডি, সুশান্ত হেমরম, তালু সরেন, জুলিয়াস মার্ডী, মার্টিন সরেন। এলাকাবাসীরা জানান দীর্ঘ দিনের পুরনো সান শেড হওয়ার কারণে সেটি ভেঙে পড়ে। 


খাদ্য সরবরাহ দফতরের ইন্সপেক্টর বিনয় কুমার মন্ডল বলেন, "ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে এসে জানতে পারলাম ২০০৮ সালের তৈরি সানশেড হঠাৎ ভেঙে পড়ায় ৮ জন  চাপা পড়ে। চারজনকে গঙ্গারামপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। আশা করি সকলেই সুস্থ হয়ে উঠবেন।" 


এদিকে, বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই রাজ্যে খসছে পদ্মের পাপড়ি। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ গ্রামপঞ্চায়েত হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। আর যা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রবল রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, উন্নয়ন না করাতেই ক্ষমতা হারাতে হচ্ছে বিজেপিকে। বিজেপির অভিযোগ, ভয় আর প্রলোভনের রাজনীতি করছে তৃণমূল।