মুন্না আগরওয়াল, বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর) : পদের অপব্যবহার নিয়ে বিতর্ক। দক্ষিণ দিনাজপুরের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের দাবি তুলল তৃণমূল। জেলাশাসকের কাছে এই দাবি জানিয়েছে শাসক দল। অভিযোগ অস্বীকার করেছেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান। আপাতত সবমিলিয়ে বিতর্কের কেন্দ্রে দক্ষিণ দিনাজপুরের CWC-র চেয়ারম্যান দেবাশিস মজুমদার। 


স্থানীয় সূত্রে খবর, পেশায় আইনজীবী দেবাশিস আগে ছিলেন তৃণমূলের দক্ষিণ দিনাজপুরের কার্যকরী সভাপতি। ২০২০-তে তিনি CWC- র চেয়ারম্যান মনোনীত হন। এরপর বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন বিজেপিতে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পদের অপব্যবহারের অভিযোগে সরব হয়েছে শাসকদল। তৃণমূলের অভিযোগ, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যানের বোর্ড লাগানো গাড়িতে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছেন দেবাশিস। তৃণমূলের তরফে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। বিতর্কে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান। তুঙ্গে চাপানউতোর। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান পদের মেয়াদ তিন বছর। তৃণমূল সূত্রে দাবি, তাদের তোলা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।  


বালুরঘাট টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতমরাম মণ্ডল বলেছেন, ''উনি CWC- র চেয়ারম্যান হিসেবে সরকারি যে গাড়ি পেয়েছেন, সেই বোর্ড লাগানো গাড়ি নিয়েই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন। পদের অপব্যবহার করছেন।আমরা তাঁকে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছি। সঠিক পদক্ষেপ করতে জেলাশাসকের কাছে আবেদন করা হয়েছে।' এদিকে, বিজেপি নেতা ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান- দেবাশিস মজুমদার বলেছেন, 'আমি কোনও দলের সঙ্গে যুক্ত থাকতেই পারি। তবে দলের কোনও পদে নেই। যে গাড়িটি আমি ব্যবহার করি, তা CWC- র দেওয়া গাড়ি নয়। ওই গাড়িটি আমি ভাড়া নিয়ে ব্যবহার করি।' 


আরও পড়ুন- দলবদলের জল্পনা ওড়ালেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি


আরও পড়ুন- ব্রিটিশ পতাকা নামিয়ে জাতীয় পতাকা উত্তোলনকে স্মরণ, আবেগে-উৎসাহে পালিত ঐতিহাসিক বালুরঘাট দিবস