মুন্না অগ্রবাল, বালুরঘাট: এক তৃণমূল (tmc) কর্মীর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি মঞ্চ ব্যবহার করায় বিতর্ক দেখা দিয়েছে। এদিন বালুরঘাট (balurghat) হাই স্কুল মাঠে বালুরঘাট পৌরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূল নেতা রাজেন শীল গরিব মানুষদের মধ্যে ২ হাজার কম্বল বিতরণ করেন। শীতের মরসুমে গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ভালো উদ্যোগ হলেও, সরকারি মঞ্চ ব্যবহার করায় বিজেপির পক্ষ থেকে এর বিরোধীতা করা হয়েছে। 


আজ ২৭ ডিসেম্বর থেকে বালুরঘাট হাই স্কুল মাঠে শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। সেই উপলক্ষে বালুরঘাট হাই স্কুল মাঠে তৈরি হয়েছে বই মেলার বিভিন্ন স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে মঞ্চ। আর সেই মঞ্চ ব্যবহার করেই গতকাল শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। বইমেলা প্রাঙ্গণে লাগানো হয় তৃণমূলের দলীয় পতাকা। 


তৃণমূলের শীতবস্ত্র বিতরণ নিয়ে কোনো আপত্তি না থাকলেও কেন বইমেলার জন্য তৈরি মঞ্চ এদিন ব্যবহার করা হল সে নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরুপ চৌধুরী জানান, দলীয় অনুষ্ঠানে সরকারি মঞ্চ ব্যবহার করা উচিত হয়নি।


যদিও শীতবস্ত্র বিতরণের উদ্যোক্তা তৃণমূল নেতা রাজেন শীল জানান, ''সোমবার থেকে বইমেলা শুরু হবে। তার আগের দিন অর্থাৎ এদিন বই মেলা কমিটির অনুমোদন নিয়েই গরীব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।''


অপরদিকে, দক্ষিণ দিনাজপুর জেলা ব‌ই মেলা কমিটির যুগ্ম সম্পাদক বিপ্লব খাঁ জানান, ''সোমবার থেকে বইমেলা শুরু। ব‌ই মেলার জন্য আমরা যেমন বালুরঘাট হাই স্কুলের অনুমতি নিয়েছি, তেমনই তৃণমূলের তরফেও এদিনের শীত বস্ত্র বিতরণের অনুমতি নেওয়া হয়েছে। যদিও সেই মঞ্চ ব্যবহার করা উচিত হয়নি।''


 


আরও পড়ুন: খাঁচা পেতে, মাচায় রাতভর পাহারাই সার, ধরা পড়েনি রয়্যাল বেঙ্গল