জয়ন্ত পাল, দক্ষিণ দমদম: গতকাল দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার (Corporation) ৩ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি (Dengue) সুপারভাইজার রিয়া করকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ সেই ওয়ার্ডের কাউন্সিলর (Councillor) ও তাঁর সহকর্মীরা মিলে মারধর করেছে। অভিযোগ উঠেছিল যে গতকাল রাত থেকে রিয়া করের স্বামী কার্তিক করকে হুমকি দেওয়া হচ্ছিল। রিয়ার সহকর্মীকেও ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। রিয়ার স্বামী কার্তিক করের অভিযোগ ছিল যে গতকাল রাত থেকে তাঁকে ভয় দেখানো ও হুমকি দেওয়ার ফলে তিনি যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে আছেন।


দমদম থানায় এফআইআর (FIR) করতে গেলেও সাধারণ ডায়েরি নিয়ে ছিড়ে দেওয়া হয়। বর্তমানে জানা গিয়েছে যে রিয়া করের অবস্থা আশঙ্কাজনক। মাথার পেছনে আঘাত লেগেছে তাঁর। কার্তিক কর জানিয়েছেন যে তাঁর স্ত্রী-র মাথায় রক্ত জমে রয়েছে। ২৪ ঘন্টা না গেলে ডাক্তার কিছু বলতে পারবে না এমনটা জানান তিনি। পাশাপাশি রিয়ার পাশে দাঁড়ানো দিপালী ওঝাকেও ভয় দেখানো হয় বলে অভিযোগ উঠেছে।


শুভেন্দুর নিরাপত্তা ইস্যুতে আদালতে যাচ্ছে বিজেপি


পয়লা জুলাই। ১২ জুলাই। ফের ২২ অগাস্ট। ২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার দুর্ঘটনা! বারবার শুভেন্দু অধিকারীর  (Suvendu Adhikari) কনভয়ে দুর্ঘটনায়, এবার তদন্তের দাবিতে আদালতের দারস্থ হচ্ছে বিজেপি (BJP)। আদালতের নজরদারিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুলল তারা। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের  বিরোধী শূন্যের পরিকল্পনাতেই কি বারবার দুর্ঘটনা, প্রশ্ন অগ্নিমিত্রা পালের। শুভেন্দু অধিকারী তো Z ক্যাটিগরি নিরাপত্তা পান, নিরাপত্তা দেয় কেন্দ্র, তাহলে রাজ্যের দায় কোথায়? পাল্টা প্রশ্ন তুললেন মদন মিত্র। 


সোমবার, কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। বিকেল সোয়া ৪টে নাগাদ মারিশদার বেতালিয়ার কাছে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সিআরপিএফ-এর শেষ গাড়িটি, একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে, উল্টোদিক থেকে আসা লরিতে ধাক্কা মারে। যে ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে বিরোধী দলনেতার নিরাপত্তা। 


বিজেপি বিধায়ক তথা মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেছেন, 'বিরোধী দলনেতা তাঁর নিরাপত্তার দায়িত্ব রাজ্যের। কেন বারবার দুর্ঘটনা, তদন্ত করা দরকার।' রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের কটাক্ষ, 'মনে করছি মুখ্যমন্ত্রী বিরোধী শূন্য চান। সেটারই কোনও পরিকল্পনা নয় তো? কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চাই'।