নয়াদিল্লি: মঙ্গলবারই (২৩ অগাস্ট) কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা আসন্ন যুক্তরাষ্ট্র ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করার ঘোষণা করেন। তাঁর টেন্ডনে চোট লেগে তা ছিঁড়ে গিয়েছে। তাই তিনি যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2022) কোর্টে নামতে পারবেন না। এই মাসেই কানাডিয়ান ওপেনে খেলার সময় তাঁর চোট লাগে বলে জানিয়েছেন সানিয়া। 


কানাডায় চোট


কানাডিয়ান ওপেনে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছনোর পর, গত সপ্তাহে সিনসিনাটি ওপেনও অংশগ্রহণ করেছিলেন সানিয়া। তবে তাঁর চোট বাড়ায় তিনি যুক্তরাষ্ট্র ওপেন না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে এক স্টোরিতে সানিয়া নিজের চোটের বিষয়ে জানিয়ে লেখেন, 'আমার একটা খারাপ খবর জানানোর আছে। আমি কানাডায় দুই সপ্তাহ আগে খেলার সময় কনুইয়ে চোট পাই। সেই চোট কতটা গরুতর তা প্রথমে বুঝতে পারিনি। তবে কাল আমার স্ক্যানের রিপোর্ট আসার পরেই এর গভীরতাটা বুঝতে পারি। দুভার্গ্যবশত আমার টেন্ডনের কিছুটা ছিঁড়ে গিয়েছে। কয়েক সপ্তাহের জন্য আমায় কোর্টের বাইরেই থাকতে হবে এবং যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হচ্ছি।' 


শেষ সানিয়ার কেরিয়ার?


বছরের শুরুর দিকেই একাধিক গ্র্যান্ড স্ল্যামজয়ী টেনিস তারকা সানিয়া জানিয়েছিলেন, এবারের টেনিস মরসুম শেষেই তিনি নিজের কেরিয়ারে ইতি টানবেন। সেই হিসাবে যুক্তরাষ্ট্র ওপেনই ছিল সানিয়ার শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় এগিয়ে আসতে চলেছে সানিয়ার অবসর? এমনটা কিন্তু নয়। সানিয়া নিজেই জানিয়েছেন, 'এই সময়টা চোট লাগার জন্য একেবারেই ভাল নয়। এর জেরে আমার অবসরের পরিকল্পনায় হালকা বদল হতে চলেছে। তবে আপনাদের আমার এই গতিবিধি সম্পর্কে নিশ্চয়ই সবটা জানাব'


বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম যুক্তরাষ্ট্র ওপেন এ মাসেই শুরু হচ্ছে। আসন্ন সোমবার (২৯ অগাস্ট) শুরু হবে এই টুর্নামেন্ট। চলার কথা ১১ সেপ্টেমবর পর্যন্ত। তবে এই টুর্নামেন্ট মিস করার পর সানিয়া নিজের অবসর নিয়ে কী সিদ্ধান্ত নেন, সেই দিকেই এখন সকলের নজর। কানাডা ওপেনে সানিয়ার ,সঙ্গে পার্টনারশিপের পর যুক্তরাষ্ট্র ওপেনে ম্যাডিসন কিজ কার সঙ্গে জুটি বাঁধেন, সেই দিকেই অনেক অনুরাগীরই নজর থাকবে।


আরও পড়ুন: জোড়া ধাক্কা বাংলাদেশের, লিটনের পরে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন আরও দুই তারকা