কলকাতা: ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চরমে উঠেছিল টানাপোড়েন। তার জেরে প্রিয় 'দিদি'র বিরাগভাজনও হন। বিজেপি ছাড়ামাত্র তাই নিজেই ছুটে গিয়েছিলেন মান ভাঙাতে। শারদসন্ধেয়তেও সেই মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই (Mamata Banerjee) কার্যত উৎসর্গ করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। শিক্ষক নিয়োগ থেকে গরুপাচার মামলা-সহ একের পর এক দুর্নীতির অভিযোগে যখন কোণঠাসা অবস্থা দলের, সেই সময় মমতাকে আহত করার জন্য অভিযুক্তদের একহাত নিলেন তিনি। 


মাথা নয়, বুক দিয়ে রাজনীতি করেন মমতা, বললেন শোভন


ষষ্ঠীর সন্ধেয় আচমকাই শোভন এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) গোলপার্কের ফ্ল্যাটে হাজির হন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সেখানেই পুরনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খোলেন দু'জনেই। সাম্প্রতিক দুর্নীতির অভিযোগ এবং তাতে পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলদের নাম জড়ানো নিয়ে প্রশ্ন উঠলে সরাসরি মমতার হয়ে ঢাল হয়ে দাঁড়ান শোভন। তিনি বলেন, "মাস স্কেলে যা শুনছি আমরা, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায় বলা হচ্ছে যেটা, সেটা হল, লোকে রাজনীতি করে মাথা দিয়ে। আমি তখনই বলতাম দিদিকে যে, তুমি বুক দিয়ে রাজনীতি করো। মমতা সত্যিই বুক দিয়ে রাজনীতি করেন। বাকিরা ফিতে দিয়ে ৫৬ ইঞ্চি মাপে, মমতার হৃদয় মাপতে গেলে, তার পরিধি অনেক ব্যাপ্ত। তাই এমন কোনও কাজ কোরো না, যাতে মমতাকে কুয়োয় গিয়ে পড়তে হয়। কারণ কাছি দিয়ে ওঁকে তোলার ক্ষমতা আমাদের হাতে নেই। "  


আরও পড়ুন: ‘আমি খাদের কিনারায় দাঁড়িয়ে’, দগ্ধ মদনের জন্য অবারিত দ্বার শোভন-বৈশাখীর


এ ব্য়াপারে একমত পোষণ করেন মদনও। একের পর এক দুর্নীতিতে নেতা-মন্ত্রীদের নাম যেভাবে জড়িয়েছে, তাতে যে অস্বস্তিতে পড়েছে, মেনে নেন তিনিও। মদন বলেন, "যে যা খুশি করব, সবটা মমতা বন্দ্যোপাধ্যায় একা সামলাবেন, এটা ঠিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অন্যায় হচ্ছে।" তাঁরা রাজনীতির প্রতি যেমন প্রতিস্রুতিবদ্ধ ছিলেন, এখন তেমন দেখা যায় না বলেও মত দু'জনের।


সঙ্কট কাটিয়ে বেরিয়ে আসবে তৃণমূল, আশাবাদী শোভন ও মদন


শোভনের কথায়, "আজকে যা ঘটছে, রাজনীতিকদের ভাবমূর্তি যে জায়গায় এসে পৌঁছেছে, তার জন্য তাঁরা নিজেরাই দায়ী। আমি ৪০ বছর, মদনদা ৫০ বছর রাজনীতি করছি। আমরা রাজনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ৩৪ বছরের বাম শাসনের বিরুদ্ধে লড়াইটা ভুয়ো প্রতিশ্রুতি ছিল না। মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।" আগামী দিনে তাঁরা এই পরিস্থিতি পেরিয়ে আসতে সক্ষম হবেন বলেই আশা প্রকাশ করেন শোভন ও মদন।  দু'জনেই গাইলেন, 'উই শ্যাল ওভারকাম।"