কলকাতা : ইডি ( ED ) গেলেই জন বিস্ফোরণ হবে, কেন্দ্রীয় এজেন্সির অভিযান নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় ( Sovandev Chatterjee ) । একেবারে আক্রমণাত্মক সুরে শোভনদেবের হুঙ্কার, 'ইডি, সিবিআই থাকলে, তাঁদেরও আছে দলের ছাত্র-যুব সংগঠন'। সবে তো এক জায়গায় হয়েছে, এবার বাংলাজুড়ে হবে, হুঁশিয়ারি পরিষদীয় মন্ত্রীর


রেশন দুর্নীতির তদন্তে, উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া সন্দেশখালিতে গিয়ে শুক্রবার রক্তাক্ত হতে হন ED অফিসাররা। কোনওরকমে পালিয়ে বাঁচে কেন্দ্রীয় বাহিনী। ওই দিনই রাতে, একই ঘটনার অ্যাকশন রিপ্লে দেখা গিয়েছিল বনগাঁর শিমুলতলায়। তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় বাধার মুখে পড়ে ইডি ও কেন্দ্রীয় বাহিনী। ভাঙচুর করা হয় গাড়িতে। দুই তৃণমূল নেতার ঠিকানায় গিয়ে বর্বর আক্রমণের মুখে পড়েছে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালির ও বনগাঁর ঘটনায়  হামলাকারীদের ছবি-সহ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ED। 

সেদিনের এই নজিরবিহীন দুই ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের প্রবীণ নেতা।  শোভনদেব বিজেপিকে আক্রমণ করে  বলেন, 'ক্যাগ রিপোর্টই বলছে বিজেপির আমলে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, সেখানে শেখ শাহজাহান তো কিছুই নয়', মন্তব্য শোভনদেবের। তাহলে কি শাহজাহানের পক্ষে কথা বললেন শোভন ? সন্দেশখালি ও বনগাঁয় ইডি-র ওপর হামলার ঘটনার রেশ কাটার আগেই এই মন্তব্যে কার্যত বিতর্কই উসকে দিলেন শোভনদেব। 


পাল্টা বিজেপি নেতা সজল ঘোষ বলেন,'শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। উনি ED, CBI-এর বিরুদ্ধে দলের ছাত্র-যুবদের লেলিয়ে দিতে চাইছেন। ' কটাক্ষ করতে ছাড়েননি বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, 'প্রবীণ শোভনদেব দলে নম্বর বাড়াতে চাইছেন, সবাই যখন এগিয়ে, তখন তিনিই বা কেন পিছিয়ে থাকবেন? '


সন্দেশখালির 'বেতাজ বাদশা' তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। প্রশ্ন হল, কোথায় লুকিয়ে 'বাঘ' শাহজাহান? সন্দেশখালিতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর যার বাড়িতে হানা ঘিরে এত কাণ্ড, তিনি এখন কোথায়, এই প্রশ্নেই তোলপাড় গোটা রাজ্য। এই আবহে সোমবারই  বিস্ফোরক দাবি করেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক।শাহজাহান এলাকাতেই রয়েছেন বলে দাবি করেন তিনি।  


সন্দেশখালির ঘটনা নিয়ে নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্য় পুলিশের নবনিযুক্ত ডিজি।  রাজীব কুমার বলেন, যিনিই আইন হাতে তুলে নিয়েছেন তাঁর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব।আইন যেই ভেঙে থাকুক না কেন। 


রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, '৫ বছর আগে, সন্দেশখালিতে ৩ বিজেপি কর্মীকে খুন করে দেহ লোপাটের ঘটনায় অভিযুক্ত শেখ শাহজাহান! '  CBI ও NIA-তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। 


এই পরিস্থিতিতে শোভনদেবের এই মন্তব্য নিঃসন্দেহে নতুন বিসর্কের রসদ দিল। 


আরও পড়ুন: ঘনিষ্ঠতা থাকলে পুরভোটে টিকিট দেওয়া হল না কেন? জ্যোতিপ্রিয়র সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার শঙ্কর আঢ্যর