কলকাতা: বাম আমলে যাঁরা অধ্যাপক পদে চাকরি পেয়েছেন, তাঁদের কারও ৬৫ শতাংশ নম্বর ছিল না। শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার এভাষাতেই বামেদের নিশানা করলেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chatterjee)।


বামেদের নিশানা: খড়দার (Khardah) তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “যারা অধ্যাপক পদে চাকরি পেয়েছে, একজন লোকেরও মার্কস ৬৫% ছিল না। কাদের আমলে হয়েছে? সিপিএমের আমলে হয়েছে। প্রমাণ করতে না পারলে নাকে খত দেব।’’ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, তৃণমূল বিধায়ক মদন মিত্রর পর এবার শিক্ষাক্ষেত্রে নিয়োগে অনিয়মের অভিযোগে পূর্বতন বাম সরকারকে নিশানা করলেন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বাম জমানায় কলেজে অধ্যাপক নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

স্কুল থেকে পুরসভা - একের পর এক নিয়োগে অনিয়মের অভিযোগে, তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় বেকায়দায় রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে, পাল্টা বাম আমলের নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সুর চড়াতে শুরু করেছে তৃণমূলও। সম্প্রতি, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রীর কলেজে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে তারা। এবার বাম আমলে পলিটেকনিক কলেজে অধ্যাপক নিয়োগ প্রশ্ন তুলে দিলেন মন্ত্রী শোভনদেব। তিনি বলেন, “পলিটেকনিকে আমার কাছে একদম সমস্ত তথ্যপ্রমাণ আছে। ২০০ অধ্যাপককে নিয়োগ করেছিল। অধ্যাপক নিয়োগ কখনও পাবলিক সার্ভিস কমিশন ছাড়া হয় না এবং তাদের কত পার্সেন্টে হয়? ৬৫ পার্সেন্ট মার্কস পেতে হয়।’’


সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, বাম আমলে ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত শিক্ষা দফতরে, যে নিয়োগ হয়েছিল তার তালিকা ও রিপোর্ট জমা দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দেন। এই প্রেক্ষাপটেই তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভটাচার্য ফেসবুক পোস্টে, বামেদের নিশানা করে লিখেছেন, “সিপিএমের দখলদারির রাজত্বে যারা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন, কমরেডদের স্ত্রী, শ্যালক, ভাই, দাদা বা ভাগ্নেদের জন্য, বিশেষত ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত যাদের চাকরির পরীক্ষার নম্বর ট্যাম্পারিং হয়েছে বলে বিশ্বাস করেন, তারা নিজেদের নাম, জেলা, ফোন নম্বর ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট-সহ এই ID- তে মেল করুন। আপনার কাগজ বৈধ হলে আমাদের তরফ থেকে ফোন করে সমস্ত ঘটনা শোনা হবে।’’ অভিযোগ জানানোর জন্য CpmCheatedUs@gmail.com এই নামে ইমেল আইডি-ও খোলা হয়েছে তৃণমূলের তরফে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বামেদের পাল্টা আক্রমণ করার পাশাপাশি এই ইস্যুতে আত্মসমালোচনার সুর ধরা পড়েছে তৃণমূল নেতাদের গলায়। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “কিছু লোক আমাদের দলে ঢুকে পড়েছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, তারা ঢুকে নিজেদের কাজ করছে দলের কাজ করছে না।’’

আরও পড়ুন: South 24 Parganas: ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৫