কলকাতা: বেজিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শ্রাবন্তীর (Bengali Actress Srabanti Chatterjee) গাড়ির চালক। আজ তাঁকে জামিন দেওয়া হল। ৪ দিনের জেল হেফাজতের পর জামিন পেলেন শ্রাবন্তির গাড়ির চালক। ‘কেন শ্যুটিং স্পটে শিকল পরিয়ে বেজিকে আনা হয়েছিল?’ এ নিয়ে ইউনিটের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা।
গতকালই বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শ্রাবন্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। উল্লেখ্য, আগেই বিধাননগর মহকুমা আদালত তদন্তকারী সংস্থাকে জানিয়েছিল , ‘চাইলে শ্রাবন্তীর গোপন জবানবন্দি নিতে পারে তদন্তকারী সংস্থা।’
গত ১৫ জানুয়ারি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি বেজির গলায় শিকল বাঁধা অবস্থায় রয়েছে। গোটা বিষয়টা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের (Wild Life Crime Control Cell) নজরে আসে এবং অভিনেত্রীকে কিছুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এরপরেই সোশাল সাইট থেকেও সরিয়ে নেওয়া হয় ছবিটি।
দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের শেষে সাংবাদিকদের অভিনেত্রী বলেন, 'যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম সেটা নিয়ে তদন্ত চলছে। যাঁর বেজি ছিল তিনিও এসেছেন। শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।' তবে বেজির সঙ্গে ছবি তুলেই বিপত্তি বাঁধে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।
বেজিকাণ্ডে গতকালই টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) ফের জিজ্ঞাসাবাদ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল (Wild Life Crime Control Cell)। সোমবার দীর্ঘক্ষণ চলে এই জিজ্ঞাসাবাদ পর্ব। রেকর্ড করা হয় বয়ানও। আজ কোর্টে পেশ করা হয় বেজিকাণ্ডে ধৃত অভিনেত্রীর চালককে।
সূত্রের খবর গতকাল প্রায় ৬ ঘণ্টা ধরে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ করে একাধিক বিষয়ে জানতে চায়। ‘কেন বেজিকে শ্যুটিংয়ের সেটে আনা হয়েছিল? কেন বেজিটিকে শিকল পরিয়ে রাখা হয়েছিল?’ ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে।
গত ৯ মার্চ, বেজিকাণ্ডে নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালককে (Driver)। বেজিকে শিকল পরিয়ে শ্যুটিং স্পটে আনার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল গ্রেফতার করে। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।