কলকাতা: 'দাদাগিরি'-র (Dadagiri) মঞ্চে রঙের ছোঁয়া। দোলে আগে 'দাদাগিরি'-র মঞ্চে পালিত হল রঙের উৎসব। রঙিন পোশাকে সেজে উঠলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। মঞ্চে হাজির ছোট থেকে বড় পর্দার একাধিক তারকা। নাচে গানে মেতে উঠল মঞ্চ। আনন্দের রঙে মিশলেন সবাই।
হোলির বিশেষ এই পর্বের নাম দেওয়া হয়েছি 'রাঙিয়ে দিয়ে যাও'। মঞ্চে এদিন হাজির ছিলেন মনামী ঘোষ (Monami Ghosh), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee), শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়রা (Shrabanti Chatterjee)। নায়িকাদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন 'দাদা'-ও। চ্যানেলের তরফ থেকে সেই ছবি শেয়ার করে নেওয়া হয়েছে।
এর আগে 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হয়েছিলেন ভুবন বাদ্যকর। সেখানে দেখা গিয়েছিল, দাদাগিরির মঞ্চে নিজস্ব মহিমায় ভুবন। হাতে রইল বাদামের ঝুড়িও। নিজের প্রতিভায় সবাইকে হারিয়ে শেষ হাসি হেসেছেন ভুবনই। ‘দাদা’র হাত থেকে যখন ট্রফি নিয়েছেন, তখন হাততালিতে ফেটে পড়েছে প্রতিযোগিতার মঞ্চ।
ভুবন সাদামাটা মানুষ, তাঁর কথায় বার্তায় শহুরে চাকচিক্য নেই। সেভাবেই তাঁকে তুলে ধরা হয়েছিল 'দাদাগিরি'-র মঞ্চে। আলাদা করে শেখানো হয়নি কিছুই। তাঁর সঙ্গে অনায়াস গল্প করেছেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভুবনকে আলাদা করে কিছুই সেখানো হয়নি। শুধু প্রতিযোগিতায় নামার আগে তাঁকে খেলার নিয়ম বুঝিয়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: জন্মদিনে 'ব্রহ্মাস্ত্র'-র ইশার সঙ্গে পরিচয় করালেন আলিয়া
হোলির বিশেষ এই পর্বে কেবল খেলা নয়, ছিল উৎসবের আয়োজনও। সোশ্যাল মিডিয়ায় এর আগেই সৌরভের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী পূজা। লিখেছিলেন, অনেকদিন পরে 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হতে পেরে খুশি তিনি। 'দাদাগিরি'-র মঞ্চে এসে নাচে গানে জমিয়ে দিয়েছিলেন পূজা সহ অন্যান্য নায়িকারাও।
হালকা গোলাপি শাড়িতে সেজেছিলেন পূজা। ঐন্দ্রিলা বেছেছিলেন লাল স্কার্ট আর বিস্কুট রঙের টপ। মনামীর স্টাইল স্টেটমেন্টে ছিল সবুজ হলুদে লেহঙ্গা চোলি। আর শ্রাবন্তী পরেছিলেন নীল, সবুজ, কালো রঙের শাড়ি।