ভাস্কর ঘোষ, বালি: অমরনাথ (Amarnath) দর্শনে গিয়ে বিপাকে বালির বাসিন্দা শ্রাবন্তী রায়। ৬ তারিখ ৯ জনের দলটি রওনা দেয় অমরনাথের উদ্দেশে। অমরনাথ যাওয়ার পথে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama) আটকে রয়েছেন তাঁরা। ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটছে। ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) কাছে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন দলের সদস্যরা। বালির মেয়ে শ্রাবন্তীর বাড়িতে অসুস্থ মা, বয়স্ক বাবা। মেয়ের ফেরার অপেক্ষায় দিন গুনছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত বাড়ি ফেরানোর আর্জি: মেঘভাঙা বৃষ্টি। তীব্র স্রোত বয়ে যাচ্ছে ক্যাম্পের মাঝ দিয়ে। হড়পা বানের ধাক্কায় লণ্ডভণ্ড অমরনাথ। এখনও খোঁজ মিলছে না অনেকের। প্রাণে বাঁচলেও, জলের তোড় ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। বাড়ি ফেরার টাকাটুকুও নেই। এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন বাংলারও অনেকে। মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের কাতর আর্জি, দ্রুত বাড়ি ফেরানো হোক। ৬ জুলাই ৮ বন্ধুর সঙ্গে দক্ষিণেশ্বর থেকে অমরনাথের উদ্দেশে রওনা হন বালির জিটি রোডের বাসিন্দা শ্রাবন্তী রায়। ১১ জুলাই অমরনাথে পৌঁছনোর কথা ছিল তাঁদের। ৮ জুলাই জম্মুতে পৌঁছনোর পরই বিপর্যয়ের কথা জানতে পারেন বেসরকারি বিমা সংস্থার কর্মী শ্রাবন্তী। আশ্রয় নেন পুলওয়ামায় সেনা ক্যাম্পে। বৃদ্ধ মা-বাবার একমাত্র ভরসা শ্রাবন্তী। এই পরিস্থিতিতে কীভাবে বাড়ি ফিরবেন বুঝতে না পেরে ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চেয়েছেন। অমরনাথে আটকে পড়া পর্যটক শ্রাবন্তী দাসের আর্জি, “আমরা রীতিমতো যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের অনুরোধ আপনি অনুগ্রহ করে চেষ্টা করবেন যাতে আমরা ভালভাবে আমাদের জায়গায় ফিরে যেতে পারি।"
অমরনাথে প্রাকৃতিক বিপর্যয়ে এখনও নিখোঁজ বহু পুণ্যার্থী।রাতভর চলেছে উদ্ধারকাজ। নতুন করে কারও দেহ উদ্ধার হয়নি। পহেলগাম অথবা বালতালের দিকে কোনও পুণ্যার্থীকেই যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র জম্মুর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। বেস ক্যাম্পে আটকে রয়েছেন বহু পুণ্যার্থী। কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, জানতে পোর্টেবল ওয়াল রাডার প্রযুক্তি ও আর্থ মুভিং যন্ত্রের সাহায্য নেওয়া হচ্ছে। বিপর্যয়স্থল থেকে কিছু দূরেই আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার নৈহাটির ১৪ জন বাসিন্দা। ২ জুলাই, নৈহাটি বড় মা পুজো কমিটির কয়েকজন রওনা হন অমরনাথের উদ্দেশে। ফেরার কথা ছিল ১৬ তারিখ।পরিবারের দাবি, বাড়ি ফেরার টাকাপয়সাও নেই তাঁদের কাছে। এই পরিস্থিতিতে কীভাবে ফিরবেন তাঁরা? উত্কণ্ঠায় দিন কাটছে পরিজনদের।