মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: পশ্চিম বর্ধমানের (West Burdwan) অন্ডালে ৫ দিনের মাথায় উদ্ধার নিখোঁজ শিশুর হাত-পা কাটা দেহ (Child Body Recover)। দোষীদের গ্রেফতারের দাবিতে দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়দের। খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিক্ষোভ স্থানীয়দের: বন্ধুদের সঙ্গে খেলবে বলে বুধবার বাড়ি থেকে বেরিয়েছিল। পরিবারের দাবি, তারপর থেকে আর খোঁজ মিলছিল না ক্লাস ওয়ানের ছাত্রের। নিখোঁজের ৫ দিনের মাথায় উদ্ধার হল শিশুর হাত-পা কাটা দেহ। হাড় হিম এই ঘটনা ঘিরে পশ্চিম বর্ধমানের অন্ডালে ধুন্ধুমার। শিশুর মৃতদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেলে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা।
পরিবার সূত্রে খবর, বুধবার খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ৭ বছরের শিশু। বৃহস্পতিবার অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার সকালে বাড়ির কাছেই একটি ঝোপ থেকে উদ্ধার হয় শিশুর ক্ষতবিক্ষত দেহ। মৃত শিশুর কাকা সঞ্জীব বাউড়ি বলেন, “খেলতে যাওয়ার কথা বলে বেরোয়। তারপর থেকে খোঁজ পাচ্ছিলাম না। আজ যেখান থেকে বডি পাওয়া গেছে, সেখানে আগেও খোঁজা হয়েছিল। তখন ছিল না। পরে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ কেউ এখানে বডি ফেলে।’’ কিন্তু কে এমন নৃশংসভাবে খুন করে ফেলে রেখে গেল শিশুটিকে? পরিবারের একরত্তির এমন মর্মান্তিক পরিণতিতে শোকে পাথর পরিবার।
মৃত শিশুর দাদু রাবণ বাউড়ির কথায়, “হাত পা কাটা অবস্থার বডি পাওয়া গেছে। কারও সঙ্গে শত্রুতা ছিল না। তবু কেন এমন হল? দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান পরিজনরা। এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠলে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত বলেন, “বডিতে কিছু ক্ষতচিহ্ন পেয়েছি। ঘটনাস্থল নমুনা সংগ্রহ করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে জানা যাবে কীভাবে মারা হয়েছে।’’খুনে নেপথ্যে কোনও পারিবারিক শত্রুতার বিষয় রয়েছে কিনা খতিয়ে দেখছে অন্ডাল থানা।
আরও পড়ুন: Kolkata: বাসের ধাক্কায় জখম ২ পথচারী, কীভাবে ঘটল দুর্ঘটনা?