ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবিতে আজই সল্টলেকে (Salt Lake) ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এসএসসি (SSC) চাকরিপ্রার্থীরা। এবার এসএসসিতে দুর্নীতির অভিযোগের প্রতিবাদে করুণাময়ীতে বিক্ষোভ বাম ছাত্র ও যুব সংগঠন। কর্মসূচি শুরু হওয়ার আগেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বেধে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোয় মিছিল। টেনে হেঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয় মীনাক্ষী মুখোপাধ্যায়কে। 'অপদার্থ পুলিশ' সরকারের এজেন্টে পরিণত হয়েছে, বলে অভিযোগ জানান তিনি। ইন্দিরা ভবনের সামনে কার্যত তুলকালাম বেধে যায়।
বাম ছাত্র ও যুব সংগঠনের বিক্ষোভ কর্মসূচি-
আজ শুক্রবার বাম ছাত্র ও যুব সংগঠনের তরফে এসএসসি ভবনে বিক্ষোভের আয়োজন করা হয়। কর্মসূচির নাম দেওয়া হয়- চোর ধরো, জেলে ভরো। মিছিল করে তাদের এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনে যাওয়ার কথা ছিল। সেই কর্মসূচি ঘিরে করুণাময়ী চত্বরে পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। পুলিশ , RAF, কমব্যাট ফোর্স জলকামান নিয়ে আসা হয়। এসএসসি দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত, তাঁদের দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়া যাঁদের নিয়োগপ্রক্রিয়া থমকে আছে, দ্রুত তাঁদের চাকরি দিতে হবে। এইসব দাবিতে যখন বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মী-সমর্থকরা করুণাময়ী মোড়ে জড়ো হন, সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরত দেখায়। তাঁদের আটক করা শুরু করে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে। বিনা প্ররোচনায় তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছিলেন।
আরও পড়ুন ; একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবি, ফের বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের
এরপর ইন্দিরা ভবনের সামনে তুমুল উত্তেজনা ছড়ায়। মীনাক্ষী মুখোপাধ্যায়কে টেনে হেঁচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। 'পুলিশ রাজ' চলছে বলে অভিযোগ তোলেন বিক্ষোভকারীদর কেউ কেউ। এসএপআই ও ডিওয়াইএপআই কর্মীদের কার্যত ধাওয়া করা হয়।
এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ-
সল্টলেকে ময়ূখ ভবনের সামনে ফের এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। একমাসের মধ্যে নিয়োগপত্রের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এই মর্মে আন্দোলনকারীদের তরফে এসএসসি ভবনে ডেপুটেশন দিতে যান দুই প্রতিনিধি।