কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এসএসসি (SSC) আন্দোলনকারীদের সমস্যা মেটাতে বৈঠক করেছে সরকার। সোমবারই বিকাশ ভবনে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। আন্দোলনকারীদের তরফে ৮ জন প্রতিনিধি ওই বৈঠকে আসেন। বেশ কিছুক্ষণ বৈঠক চলে। তারপরে সেখান থেকে বেরিয়েই আশার কথা শুনিয়েছেন আন্দোলনকারীরা।


মিলেছে আশ্বাস:
আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, বৈঠকে শিক্ষামন্ত্রী (Education Minister) আশ্বাস দিয়েছেন যে সবার চাকরি হবে। আন্দোলনকারীদের দাবি ছিল, মেধাতালিকায় থাকা সকলের চাকরি হতে হবে। সেইভাবেই আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। শহীদুল্লাহ বলেন, 'মেধাতালিকায় নাম থাকা একজনও যেন বঞ্চিত না হয়, আলোচনা সদর্থক হয়েছে। ৬০০০-এর মধ্যে ২১৫৯টি সিট তৈরি করা আছে'।


আন্দোলন উঠবে? 
তাহলে কি গান্ধীমূর্তির পাদদেশে চলা আন্দোলন উঠে যাবে? সেই প্রসঙ্গে আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, 'শান্তিপূর্ণ ধর্না-অবস্থান চলবে। সকলের নিয়োগপত্র পেলেই আন্দোলন বন্ধ হবে।' আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, প্যানেলে অসঙ্গতি আছে, সবাই নিয়োগের যোগ্য। আরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাঁদের আশা সবারই চাকরি হবে।


 






এর আগে অভিষেক-সাক্ষাৎ:
এদিনের বৈঠকের আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন এই চাকরিপ্রার্থীরা। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলন করছেন এঁরা। ২৯ জুলাই তাঁদের কয়েকজন প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তার আগে অভিষেক নিজেই কথা বলবেন বলে জানিয়েছিলেন। সেই মতো সাক্ষাৎ হয়। সেখানে নিজেদের সমস্যার কথা জানান আন্দোলনকারীরা। সেবারও বৈঠকের পরে শহীদুল্লাহ জানিয়েছিলেন, এসএসসির (SSC) নিয়োগের বিষয়ে মানবিক অভিষেক। বঞ্চিতদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক বন্দ্য়োপাধ্যায় আন্দোলনকারীদের প্রতি সহমর্মী বলেও দাবি করেছিলেন তিনি।


দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। ন্যায্য চাকরিতে নিয়োগের দাবি নিয়ে চলছে আন্দোলন। এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ২০২১ সালের মার্চ থেকে আন্দোলন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ২০১৬ সালে এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য যে মেধাতালিকা তৈরি করা হয়েছিল, তাতে তাঁদের সবার নাম ছিল। কিন্তু, তারপরেও তাঁদের চাকরি হয়নি। অভিযোগ, ওই পদগুলিতে টাকার বিনিময়ে বেআইনি নিয়োগ হয়েছে। 


আরও পড়ুন: অনুব্রতকে 'গরুচোর' বলে বিদ্রুপ, তাঁকে ভর্তি নিল না এসএসকেএম