কলকাতা: ‘অনুব্রতকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই’। জানিয়ে দিলেন এসএসকেএমের চিকিৎসকরা। আজ চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত। তাঁর চিকিৎসার জন্য তৈরি হয় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড।


এ দিন অনুব্রত মণ্ডলের আসার আগেই তাঁর চিকিত্সা নিয়ে এসএসকেএমে বিতর্ক। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জন্য আগেভাগে প্রস্তুত রাখা হয় উডবার্ন ওয়ার্ডের ২১৬ নম্বর কেবিন। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতর চিকিত্সা নিয়ে দ্বিধাবিভক্ত মেডিক্যাল বোর্ড। একদল চাইছিলেন, তাঁকে ভর্তি রেখে চিকিত্সা করতে। আরেকদল অনুব্রতকে পরীক্ষা না করে ভর্তি করতে নারাজ ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে মেডিক্যাল বোর্ড। 


SSKM’এ শারীরিক পরীক্ষার কথা বলে, যেদিন CBI’এর হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। সেদিনই, ভর্তি না নিয়ে অনুব্রত মণ্ডলকে ফেরাল SSKM হাসপাতাল। পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সাবধানী SSKM কর্তৃপক্ষ। এখনই অনুব্রত মণ্ডলকে ভর্তি করার কোনও প্রয়োজন নেই বলে জানিয়ে দিন ৭ সদস্যের মেডিক্যাল বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য।


গরু পাচারকাণ্ডে এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ন’বার তলব করেছে CBI। এ’নিয়ে ৮ বার তিনি হাজিরা এড়ালেন। ১৯ মে, প্রথম ও শেষবার এই মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন তিনি। সোমবার সকাল ১১টা৪০ নাগাদ চিনারপার্কের ফ্ল্যাট থেকে বের হন অনুব্রত মণ্ডল!


সাড়ে বারোটা নাগাদ সোমবার সকাল ১১টা৪০ নাগাদ SSKM হাসপাতালে পৌঁছন! অনুব্রত মণ্ডল পৌছঁনোর আগেই, তাঁর জন্য উডবার্ন ব্লকের তিন তলায় ২১৬ নম্বর ঘর প্রস্তুত রাখা হয়েছিল। মেডিক্যাল বোর্ডের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সূত্রের খবর, মেডিক্যাল বোর্ডের সদস্যদের মধ্যে মতানৈত্য দেখা দেয়। একদল চেয়েছিলেন অনুব্রত মণ্ডলকে ভর্তি রেখে চিকিৎসা করতে। কিন্তু, অন্য চিকিৎসকরা তাঁকে পরীক্ষা না করে এই সিদ্ধান্ত নিতে চাননি।



অনুব্রত মণ্ডল পৌঁছনোর পর, একে একে মেডিক্যাল বোর্ডের ৭ সদস্য তাঁকে পরীক্ষা করে। প্রায় ১ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর জানিয়ে দেওয়া হয়, এখন অনুব্রত মণ্ডলকে ভর্তি করার প্রয়োজন নেই। পুরনো যা সমস্যা রয়েছে, তার জন্য আগের ওষুধই চলবে। নতুন সমস্যা দেখা দিলে আউটডোরে এসে দেখাতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকেও এই বিষয়টা জানিয়ে দেন মেডিক্যাল টিমের সদস্যারা।