সৌরভ বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডেল : আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তার কয়েক ঘণ্টা আগে মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ। সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে চন্দননগর কমিশনারেটের পুলিশ। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ পুলিশের একটি দল তাঁর বাড়িতে পৌঁছায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি করে বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। তারপরও কিছু সময় পুলিশ ছিল সুমনের বাড়ির সামনে। কিন্তু, তাঁকে না পেয়ে ফিরে আসে। তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুমন।

সুমনের ভাই বলেন, "আমার মা অসুস্থ। চোর ধরার মতো পুলিশ এসে তল্লাশি করছে। দাদার অপরাধ কী ? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল। তাঁদের জন্য লড়াই করছে।"

যোগ্য শিক্ষক-শিক্ষিকা যোগ্য শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কলড ফর ভেরিফিকেশন ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন। চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন। সেই মর্মে ই মেল করেছিলেন। গতকাল বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। আজ এসএসসি অভিযানে গন্ডোগোল হতে পারে, পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায় ওই অডিওতে। আন্দোলন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করে পুলিশ।

সুমন বিশ্বাস বেথুয়াডহরি মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহ শিক্ষক। গতকালই তিনি দাবি করেছিলেন, ওই অডিও কার তার তদন্ত হোক। যোগ্য শিক্ষক যাঁরা আন্দোলন করছেন তাঁদের নয়। পুলিশ তদন্ত করুক। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁকে গ্রেফতার করা হতে পারে। এরপরই আজ ভোরে পুলিশের একটি দল তাঁর বাড়িতে পৌঁছে যায়।

নিয়োগে দুর্নীতির জেরে বাতিল হয়েছে ২০১৬-এর SSC-র গোটা প্য়ানেল! চাকরি হারিয়ে রাস্তায় যোগ্য শিক্ষকরাও। এই আবহেই যোগ্যদের চাকরিতে পুনর্বহাল, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে সোমবার SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। ঠিক তার ২৪ ঘণ্টা আগেই বিস্ফোরক এই অডিও সামনে আনে বিধাননগর পুলিশ কমিশনারেট। দু'জনের ফোনালাপের একটি অডিও সামনে এনে পুলিশের দাবি, এই আন্দোলন থেকেই পুলিশের উপর হামলা ও বোমাবাজির ছক কষা হয়েছে। 

পুলিশের অভিযোগ মানতে নারাজ আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তিনি বলেছেন, "বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়। এই ধরনের কোনও বক্তব্য়ের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। SSC অভিযান হবেই। শেষ সময় পুলিশ প্রশাসন ভয় পেয়ে আমাদের আন্দোলনকে ভেঙেচুরে তুবড়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে কি না সেটা সময় বলবে।"