Ghee Side Effects: ঘি খাওয়া অনেক কারণেই শরীর-স্বাস্থ্যের পক্ষে ভাল। তবে একটানা অনেকদিন ধরে খেলে, শরীরে দেখা দিতে পারে অনেক সমস্যা। আপনি হয়তো শরীর-স্বাস্থ্যের ভাল ভেবে রোজ ঘি খাচ্ছেন। অথচ কী কী বিপদ বাড়তে পারে তা জানেন না। এই বিষয়ে তথ্য না জানলে আজই জেনে নিন এবং সতর্ক থাকুন। তাহলে ভাল থাকবে আপনার শরীর-স্বাস্থ্য।
সাধারণত কী কী ভাবে আমরা ঘি খেয়ে থাকি, দেখে নেওয়া যাক
- রুটির সঙ্গে ঘি মাখিয়ে খাওয়ার চল অনেক বাড়িতেই রয়েছে। এতে রুটির স্বাদ বাড়ে। তার পাশাপাশি ঘি-ও খাওয়া হয়। তবে রোজ যাঁরা রুটিতে ঘি মাখিয়ে খান, পরিমাণের দিকে তাঁরা সবার আগে নজর দিন। খুবই সামান্য পরিমাণে ঘি খাওয়া উচিত, যদি আপনি রোজ খান তাহলে।
- অনেকে কফিতে ঘি মিশিয়েও খেয়ে থাকেন। সেলিব্রিটিরা অনেকেই এই পানীয় রোজ পান করেন। তা দেখেই এই ট্রেন্ড জনপ্রিয় হয়েছে। এই পানীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে। হজমশক্তি ভাল করে। অন্ত্রের খেয়াল রাখে। অ্যাসিডিটি, বদহজমের সমস্যা দূর করে। তবে একটানা অনেকদিন কফিতে ঘি মিশিয়ে খেলে কিন্তু অন্ত্রের উপরেই বিরূপ প্রভাব পড়তে পারে।
- গরম ভাতে ঘি দিয়ে খাওয়ার মজাও আলাদাই। যেমন স্বাদ, তেমন এই খাবারের গুণ। গরম ভাত আর আলুসেদ্ধ ঘি দিয়ে মেখে খেলে, তা স্বাদে দারুণ লাগে। এই খাবার এনার্জি দেয়। পেট ভরায়। ব্লাড প্রেশারের মাত্রা ঠিক রাখে।
এবার দেখে নেওয়া যাক নিয়মিত ঘি খাওয়ার অভ্যাস কী কী বিপদ ডেকে আনতে পারে
- রোজ ঘি খেলে সবার আগে ওজন বাড়বে মাত্রাতিরিক্ত ভাবে। আর ওজনের বৃদ্ধি স্বাস্থ্যের পক্ষে কখনই ভাল বিষয় নয়। তাই সতর্ক থাকা জরুরি।
- একটানা অনেকদিন ধরে ঘি খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। তার জেরে অবনতি হতে পারে হৃদযন্ত্রের স্বাস্থ্যের। স্বাভাবিকের থেকে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে একাধিক সমস্যা দেখা দিতে পারে শরীরে।
- ঘি- এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেকটাই বেশি থাকে। তাই একটানা অনেকদিন এই খাবার খেলে ব্যাড কোলেস্টেরল বা LDL- এর মাত্রা বাড়বে। আর এই ব্যাড কোলেস্টেরলের হার্টের জন্য একেবারেই ভাল নয়।
- স্যাচুরেটেড ফ্যাট যুক্ত ঘি বেশি খাওয়া হয়ে গেলে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়ে। হার্টের অন্যান্য অসুখও হতে পারে। সরাসরি প্রভাব পড়ে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।