কলকাতা: SSC গ্রুপ সি মামলায় চূড়ান্ত চার্জশিট। আলিপুরের বিশেষ আদালতে চার্জশিট জমা দিল CBI. চার্জশিটে রয়েছে ভিডিও ফুটেজের উল্লেখ। চার্জশিটে রয়েছে কীভাবে পরিকল্পনা করে বিনা পরীক্ষায় পাস করানো হত, তার উল্লেখ। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কণ্ঠস্বরের নমুনা, জানানো হল চার্জশিটে। চূড়ান্ত চার্জশিট জমা পড়ার ফলে চার্জগঠন ও বিচারপ্রক্রিয়া শুরু করতে কোনও বাধা রইল না।

আরও পড়ুন, শোভন ও রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ, 'সত্যেরই জয় হয়েছে..'

নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের হাতে আসা ভিডিও কি সঠিক? সত্যতা যাচাইয়ে ৫ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। আদালতের নির্দেশে আজ গোটা পর্বের ভিডিওগ্রাফি করা হয়। সূত্রের খবর, সেই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯ অগাস্ট মিলেছিল আদালতের অনুমতি। সেইমতো SSC-এর গ্রুপ C-র নিয়োগ দুর্নীতি মামলায়, ৫ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সম্প্রতি আলিপুর আদালতে বিচারকের উপস্থিতিতে, SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, SSC-র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য OMR মূল্যায়ণের দায়িত্বে থাকা NYSA-র প্রাক্তন আধিকারিক নীলাদ্রি দাস, এবং NYSA-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। অবশেষে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়।   সিবিআই সূত্রে দাবি, সম্প্রতি গ্রুপ সি-তে নিয়োগ দুর্নীতির তদন্তে, তাদের হাতে একটি ভিডিও ক্লিপ আসে। যেখানে এই পাঁচজনকে কথা বলতে দেখা যায়। সিবিআই সূত্রে দাবি,ভিডিওটিতে বারবার শোনা গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়ের কথা। তারপর ভিডিও ফুটেজে থাকা অভিযুক্ত ৫ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আলিপুরের বিশেষ CBI আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে CBI-এর আধিকারিক দাবি করেন, ভিডিও ফুটেজে দেখা গেছে, ৫ জনের মধ্য়ে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। কীভাবে পরীক্ষা না দিয়েও পাস করানো যায়, তা নিয়ে আলোচনা চলছে বৈঠকে। একাধিক ব্যক্তিদের টাকার লেনদেন নিয়ে কথাবার্তা হচ্ছে।এরপরই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দেন বিচারক। আদালতের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের গোটা পর্ব ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে।  

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)