কলকাতা: দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে রওনা দিয়েছে চাকরিহারাদের বাস (SSC Job Loss)। বুধবার যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। এছাড়াও গোটা সপ্তাহ ধরে চলবে নানা কর্মসূচি। ২২ এপ্রিল, শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন তাঁরা। ২৩ ও ২৮ এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ, বিক্ষোভ। ১ থেকে ৭ মে ওয়াই চ্যানেলে শুরু হবে রিলে অনশন। এরপরও সুরাহা না মিললে, ৭ মে-র পর থেকে আমরণ অনশনের পথে হাঁটবেন চাকরিহারারা। 

কী কর্মসূচি চাকরিহারাদের? 

কোথাও ওয়াকফ-প্রতিবাদের নামে হিংসা মাথার ওপর থেকে কেড়েছে ছাদ। কোথাও ব্য়াপক দুর্নীতি কেড়েছে একমাত্র সম্বল চাকরি। SSC-র সেই চাকরিহারাদের আন্দোলনের আঁচ এবার কলকাতা থেকে দিল্লিতে। সোমবার ধর্মতলা থেকে দিল্লির উদ্দেশে রওনা হলেন চাকরিহারা আন্দোলনকারীরা। বাসে করে দিল্লি গেলেন ৬০ জন। এদিন যে বাসে করে চাকরিহারারা দিল্লি গেলেন, তার সামনে ব্যানারে হিন্দিতে লেখা রয়েছে... আমরা দুর্নীতির শিকার। পশ্চিমবঙ্গের যোগ্য এবং নির্দোষ শিক্ষক। আমরা আমাদের হারানো চাকরি ও সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি করছি। চাকরিহারা এক শিক্ষক বলেন, "উচ্চনেতৃত্ববর্গ দেশের যারা আছেন, তাঁদের কাছেও বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যে আজকে একটা রাজ্যের শিক্ষা দুর্নীতি এবং যারা তার জন্য দায়ী, যারা এই দুর্নীতি করে চাকরিটা পেল, তাঁদের দুজনের কতদূর অসুবিধা হল বা শাস্তি হল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাঁদের দোষের ভাগী আমাদের যোগ্যদের কেন হতে হবে?'' বুধবার আন্দোলনকারীদের নিয়ে দিল্লি পৌঁছবে এই বাস। বৃহস্পতিবার যন্তর মন্তরে রয়েছে চাকরিহারাদের বিক্ষোভ কর্মসূচি। দিল্লি যাওয়ার পথে এই দুদিন বিভিন্ন রাজ্যে নিজেদের অবস্থার কথা জানিয়ে লিফলেট বিলি করবেন চাকরিহারারা। বৃহস্পতিবার, কলকাতায় চাকরিহারাদের বিকাশ ভবন চলো অভিযানে সামিল হচ্ছে বাম-ছাত্র যুবরা। চাকরিহারা যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের সদস্যরা। সোমবার আর জি করে নিহত চিকিৎসকের বাড়িতে যান চাকরিহারাদের ৩ জন প্রতিনিধি। ২১ এপ্রিল তাঁদের নবান্ন অভিযানে অভয়ার মা-বাবাকে পাশে থাকার আহ্বান জানান তাঁরা। আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের বাবা বলেন, "বিচারের উদ্দেশে ওরা আগামী ২১ তারিখে নবান্ন অভিযান করবে এবং আমাদের বলল যে আমরা যেন সেই দিনে উপস্থিত থাকি। আমরা বলেছি, যে কোনও ন্যায়বিচারের দাবিতে এই সরকারে বিরুদ্ধে আমরা সমস্ত আন্দোলনে যোগ দেব।''