ব্রতদীপ ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য ও সন্দীপ সরকার: 'কালীঘাটের কাকু', নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম বার গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল এই রহস্য়ময় চরিত্রের কথা। এ বার 'কালীঘাটের কাকু'র নাম মুখে উঠে এল সিবিআই-এর হাতে ধৃত তাপস মণ্ডলের (Tapas Mondal) মুখে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই (CBI) স্ক্যানারে রয়েছেন বিভাস অধিকারী নামের এক ব্যক্তিও। ধৃত যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষের (Kuntal Ghosh) দাবি, এই বিভাস অধিকারী তাপসের মতোই একজন (SSC Case)।
'কালীঘাটের কাকু'র নাম মুখে উঠে এল তাপস মণ্ডলের মুখে
'কালীঘাটের কাকু', তিনি আবার কে? তাঁর নাম কী? তাঁর সঙ্গে নিয়োগ দুর্নীতি মামলার সম্পর্কই বা কী? কে সেই প্রভাবশালী 'কালীঘাটের কাকু' ? সেই নিয়ে রাজ্য-রাজনীতিতে উথালপাথালের মধ্য়েই, দু'সপ্তাহের মাথায় নিজের মতো করে রহস্যভেদ করলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস। সামনে আনলেন কালীঘাটের রহস্যময় 'কাকু'র নাম।
'কালীঘাটের কাকু'র প্রসঙ্গ উঠতে, মঙ্গলবার তাপসকে বলতে শোনা গেল, "কী নাম যেন, সুজয় ভদ্র না কি নামটা শুনেছি, ব্য়াস। মঙ্গলবার, মেডিক্যাল টেস্টের জন্য তাপসকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাংবাদিকরা তাপসের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন যে, কালীঘাটের কাকু কে! জবাবে তাপস বলেন, "সেটা কুন্তল বলবে।" তাহলে কি তিনি নাম জানেন না? জবাবে তাপস বলেন, "কালীঘাট নামটা জানি। নাম বলছি।" কী নাম জানতে চাইলে বলে ওঠেন, "কী নাম যেন, সুজয় ভদ্র না কি নামটা শুনেছি, ব্য়াস।" কে এই সুজয় ভদ্র জানতে চাইলে তাপস বলেন, "আমি চিনি না, আমি চিনি না। কাকু কাকি করেছে। আমি একবারই বলেছি, কাকুকে দিয়েছে।"
এই 'কালীঘাটের কাকু'র প্রসঙ্গ প্রথমবার শোনা যায়, গোপাল দলপতির মুখে। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠাতে হবে। বার বার বলতেন কুন্তল ঘোষ।"
সম্প্রতি, বালিগঞ্জে প্রায় দেড় কোটি টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্য়ুইটারে লিখেছিলেন, 'কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা - সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো'।
কিন্তু, কে 'কালীঘাটের কাকু'? নাম বলেননি কেউ। মঙ্গলবার তাই খোলসা করে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস বললেন, কালীঘাটের কাকু সুজয় ভদ্র। তাঁর কথায়, "আপনারা বের করে নিন। হ্যাঁ বলেছি কাকু। হ্যাঁ ওইটাই। ওই তো উনি তো বললেন! যে নামটা বললেন, সেটাই।" তাপসের মুখে 'কালীঘাটের কাকু' নিয়ে প্রতিক্রিয়া চাইলে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আরও অনেক কাকুর নাম সামনে আসবে। কাকুর নাম এসেছে এখন, পরে ভাইপো, ভাইঝি, পিসিদের নামও আসবে।" যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "বিচারাধীন বিষয়। আদালত দেখবে। তদন্ত চলছে তো চলছে। একঘেয়ে হয়ে যাচ্ছে।"
নিয়োগ দুর্নীতিতে কবে সামনে আসবেন 'কালীঘাটের কাকু'!
অন্য দিকে, সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই স্ক্যানারে রয়েছেন বিভাস অধিকারী নামের এক ব্যক্তিও। মঙ্গলবার তাঁর নাম সামনে আনেন ধৃত যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষ। এখন প্রশ্ন হচ্ছে, সুজয় ভদ্র এবং বিভাস অধিকারী, এই দু'জন নিয়োগ দুর্নীতি মামলায় কবে সামনে আসবেন! দিন গুনছেন অনেকেই।