নয়াদিল্লি: মুহূর্তের জন্য যা-ও বা একটু হাওয়া গায়ে লাগছে, চকিতেই আবার কড়া রোদ। দরজা খুলে বাইরে পা রাখা মাত্র গলদঘর্ম অবস্থা। বাংলা-সহ দেশের অধিকাংশ রাজ্যে এমনই পরিস্থিতি। তীব্র গরমে হাঁসফাঁস করা অবস্থা কাটছে না কিছুই। অথচ একেবারে উল্টো পরিস্থিতি টেক-সিটি বেঙ্গালুরুর (Bengaluru Rains)। অঝোর ধারায় ভিজছে গোটা শহর। রাস্তায় রীতিমতো জল ঠেলে এগোতে হচ্ছে গাড়িঘোড়াকে। দেবরাজ ইন্দ্রের এমন পক্ষপাতিত্বমূলক আচরণে বেজায় রুষ্ট নেট জনতা। তাই বৃষ্টি না সই, মিমের বন্যাতেই ভেসে চলেছেন তাঁরা (Social Media Memes)।


অঝোরধারায় ভিজছে বেঙ্গালুরু



গত কয়েক দিন ধরেই লাগাতার অঝোরধারায় ভিজছে বেঙ্গালুরু। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সেখানে। ভারতীয় আবহাওয়া দফতরকে কমলা সতর্কতা পর্যন্ত জারি করতে হয়েছে। তীব্র দহনের পর তাই দু'হাত বাড়িয়ে বৃষ্টিকে স্বাগত জানাচ্ছেন বেঙ্গালুরুবাসী। ঘরের জানলা, ঝুলবারান্দা থেকে জল থই থই দৃশ্য ক্যামেরাবন্দি করে পোস্ট করছেন নেট দুনিয়ায়। তাতে কার্যত মনে জ্বালা ধরছে বাকিদের। একদিকে তাপপ্রবাহ, আর অন্যদিকে, ধারাপাত, এই সমীকরণ মনঃপুত হচ্ছে না তাঁদের। 



আরও পড়ুন: Gyanvapi Mosque Survey Report: জমা পড়ল জ্ঞানব্যাপী মসজিদের রিপোর্ট, রায়দানে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের


আর এই না পাওয়ার ব্যথাই মিম হয়ে ধরা দিচ্ছে তাঁদের অ্যাকাউন্টে। বিখ্যাত ছবির দৃশ্য তুলে ধরে মিম বানিয়েছেন কেউ, কেউ আবার নিজের মনের কথাই তুলে ধরেন কার্টুন চরিত্রের মাধ্যমে। নিজের বাড়ি ছেড়ে পাকাপাকি বেঙ্গালুরুতে ঘাঁটি গাড়তে চাইছেন কেউ, কেউ আবার তুষ্ট করতে চাইছেন ইন্দ্রদেবকে। তবে এর মধ্যে নিজেদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেছেন বেঙ্গালুরুবাসীও। প্রবল বৃষ্টিতে সাঁতরে বাড়ি পৌঁছতে হচ্ছে বলে পরিস্থিতির বর্ণনা দিয়েছেন কেউ কেউ। অনেকে আবার বৃষ্টির ঝাপটা প্রতিরোধী গাড়ি নকশা সাজাচ্ছেন। সেই নিয়েই মেতে রয়েছেন সকলে।



জল জমায় নাজেহাল সাধারণ মানুষ


বিগত কয়েক দিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে বেঙ্গালুরুতে। তাতে জলমগ্ন একাধিক এলাকা। তা নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকায় ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে। পুরসভার কাছে বারংবার আর্জি জানিয়েও জল জমা থেকে মুক্তি মেলেনি বলে দাবি তাঁদের।