চাল থেকে কাঁকর আলাদা হয়ে গিয়েছে। তাহলে কেন এখন যোগ্য প্রার্থীদের চাকরিতে পুনর্বহাল করা হবে না ? প্রশ্ন তুলে আজ পথে নেমেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। চাকরি ফেরতের দাবিতে SSC ভবন অভিযানের পরিকল্পনা ছিল আজ চাকরিহারাদের একাংশের । মিছিলে অনুমতি না দিলেও বিকেলে ৪ জনের প্রতিনিধিদলকে নিয়ে আচার্য সদনে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে যাওয়ার অনুমতি দিয়েছে হাইকোর্ট। এদিকে চাকরি ফেরতের দাবিতে সরব হয়ে বিধানসভার সামনে সোমবার জড়ো হন চিন্ময় মণ্ডল সহ চাকরিহারা শিক্ষকদের এক দল। তাঁদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যোগ্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বিধানসভা ভবনের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্যসচিবকে চিঠি পাঠাচ্ছি, যোগ্যদের তালিকা বহাল রাখা হোক'। বিরোধী দলনেতা বলেন, ভেজাল যখন বাদ দেওয়াই গিয়েছে, তখন বাকিদের নিয়ে এগোনো যাবে না কেন! তিনি মুখ্যসচিবকে চিঠি দেবেন বলে জানান। শুভেন্দুর প্রস্তাব, 'সর্বদলীয় প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার'। তিনি বলেন, যোগ্যদের চাকরি বহাল রাখতে সরকার বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক। আশ্বাস দেন, যোগ্যদের চাকরি বাঁচাতে বিনা বিতর্কে সরকারের প্রস্তাবকে সমর্থন করবেন।
এদিকে বিধানসভার সামনে চাকরিহারা শিক্ষকদের একাংশের সঙ্গে সাক্ষাতের পরই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। সেখানে প্ল্যাকারড হাতে, তোলা হয় 'চাকরি চোর' স্লোগান। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান তোলে বিজেপি।