কলকাতা: গতকাল দিনভর টালবাহানার পর রাত ৮টা নাগাদ, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়, 'দাগি'দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শনিবার যে লিস্ট ওয়ান লেখা তালিকা SSC-র তরফে প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে ১ হাজার ৮০৪ জনের।  এদিকে SSC-র সেই 'দাগি' তালিকায় নাম রয়েছে, চাকরিহারা শিক্ষক বিপ্লব বিবাড়ের। এবিপি আনন্দ-এর কাছে একান্ত সাক্ষাৎকারে কী বললেন তিনি ?

Continues below advertisement



আরও পড়ুন, SSC-র দাগি তালিকায় নাম তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের ! বললেন, 'যোগ্যতায় চাকরি পেয়েছি, তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাব'


'দাগি' চাকরিহারা শিক্ষক বিপ্লব বিবাড় বলেছেন, নোটিফিকেশনে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কী কারণ, ক্ল্যারিফিকেশন , কিছুই নেই !..শুধু জাস্ট একটা অর্ডার দিয়ে নামের তালিকা দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের আমি বলতে চাই, যদি সত্যিকারে টেন্টেড এবং আনটেন্ডেড আলাদা করা যায়, তাহলে এটা সুপ্রিম কোর্টে আগে করা যেত পারত। সুপ্রিম কোর্ট আলাদা করতে পারছে না বলেই তো....যারা আনটেন্টেড থাকছে, তাঁদের চাকরিটা সুরক্ষিত হবে তো ? আমার প্রশ্নটা এই জায়গায় ? এবং আজকে যে টেন্টেড যে বলা হচ্ছে, আমরা জানি, বিগত দিনের যে, স্পেশাল বেঞ্চ হাইকোর্টের অর্ডার, পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, এবং আগামী দিনে দেখবেন, আবার ডিভিশন বেঞ্চে কেস হয়েছিল, সেখানেও পরিষ্কারভাবে, তিনটি ক্যাটাগরিকে কিন্তু টেন্টেডের তালিকায় দেওয়া হয়েছে। ...সিবিআইয়ের তথ্যের অথেন্টিসিটি নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। ..এখন প্রশ্ন হচ্ছে, এই যে ১৮০০ জনের নাম এল, এই চিত্রটা কোথা থেকে ওনারা পেলেন, আমরা জানি না। আগামীদিনে এসএসসি এর কাছে আমাদের প্রশ্ন থাকবে, আেদন থাকবে, এবং কোর্টে আমরা তো যাচ্ছি, কেন আমাদের এই টেন্টেডের জায়গায় তকমা দেওয়া হল ?'


প্রসঙ্গত, দীর্ঘ টালবাহানার পর অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।  নামের তালিকা SSC-র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই প্রেক্ষিতে বিরোধীরা অভিযোগ তুলছে প্রথম থেকেই, কেন দাগিদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল সরকার? 'দাগি'দের প্রতি কীসের এত দরদ তৃণমূল সরকারের? যদিও এদিন তালিকা প্রকাশ নিয়ে কোনও মন্তব্য় করতে চায়নি তৃণমূল। অতিরিক্ত শূন্য়পদ তৈরি থেকে OMR নষ্টের নিয়ম বদল, রাজ্য় সরকারের একের পর এক এই ধরনের সিদ্ধান্তে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে, এসব কি তাহলে 'দাগি'দের বাঁচানোর চেষ্টা? 'দাগি'দের প্রতি তৃণমূল সরকারের দরদ? এমনকী নতুন করে পরীক্ষার জন্য় যে বিজ্ঞপ্তি SSC জারি করে, তাতেও কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে, দাগিরা পরীক্ষায় বসতে পারবে না! শেষমেশ নিয়োগ প্রক্রিয়া থেকে দাগিদের বাদ রাখতে, নির্দেশ দিতে হয়েছে সুপ্রিম কোর্টকে।