সৌভিক মজুমদার, কলকাতা : স্কুলের গ্রুপ C-তে অবৈধভাবে চাকরি পাওয়া ৩৮৫ জনের তালিকা তৈরি হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ আগেই করেছে সিবিআই । আলিপুর আদালতে গত ১৪ নভেম্বর এই কথা জানায় CBI। এবার এসএসসি গ্রুপ সি-তে ‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের সিবিআই জিজ্ঞাসাবাদ করবে বলে সূত্রের খবর।
‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের সিবিআই জিজ্ঞাসাবাদ
জানা গিয়েছে, এসএসসি গ্রুপ সি-তে ‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের সিবিআই জিজ্ঞাসাবাদ করবে এবার ধাপে ধাপে। অযোগ্য চাকরিপ্রাপকদের ৩৮৫ জনের তালিকা করা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, আগে ১০ জনকে জিজ্ঞাসাবাদ, বুধবার বেশ কয়েকজনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই তলবে নিজাম প্যালেসে বেশ কয়েকজন ‘অযোগ্য’ চাকরিপ্রার্থী আসেন বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, চাকরিপ্রাপকদের জিগ্যেস করা হবে, কাকে টাকা দিয়েছিলেন তাঁরা।
৩৮৫ জনের জেলা ভিত্তিক তালিকা
গ্রুপ C’তে বেআইনিভাবে চাকরি পাওয়া ৩৮৫ জনের জেলা ভিত্তিক তালিকা তৈরি হয়েছে। ৪ টি জোনের মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। সোমবার আলিপুর আদালতে এমনই দাবি করেছে CBI। পাশাপাশি, SSC নবম-দশম মামলায় CBI’এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেও, গ্রুপ C মামলায় তদন্তে অগ্রগতি হচ্ছে বলে মন্তব্য করেছে আলিপুর আদালত। সোমবার গ্রুপ C মামলায় আলিপুর কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করেন। জামিনের পক্ষে তিনি বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে চক্রান্তকারী বলা হচ্ছে। কিন্তু তার প্রমাণ কোথায়? CBI-এর কার্যকলাপ সন্দেহজনক মনে হচ্ছে। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, গত ১৪ দিনে তদন্তে কী অগ্রগতি হয়েছে? পার্থ চট্টোপাধ্যায় কি অনন্তকালের জন্য জেলে থাকবেন?
CBI’এর আইনজীবী বলেন, আমরা প্রতিদিন নতুন তথ্য পাচ্ছি। এরপর, বিচারক মন্তব্য করেন, তদন্তে অগ্রগতি হয়েছে। আশাকরি আগামীতেও হবে।
অন্যদিকে, বুধবার দুপুর ২টোয় CBI’র স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধানকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুয়ো নিয়োগের প্রকৃত সংখ্যা কত? সেই তালিকা কি স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছে CBI? জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সিবিআই-এর আইনজীবীর কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান, যাঁরা ২-৩ পেয়েছেন, কিন্তু পরে নম্বর বাড়িয়ে ৫২-৫৩ করা হয়েছিল, সেই তালিকা কি CBI স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছে?