কলকাতা: বাঙালি সিনেপ্রেমীদের জন্য সুখবর। লঞ্চ হল আরও এক ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform)। নাম 'ডিজিপ্লেক্স'। তাদের ট্যাগলাইন 'নো চিন্তা জাস্ট প্লে' (No Chinta Just Play)। আর সেই কথা মাথায় রেখেই বাংলায় নতুন কন্টেন্টের (Content) জোয়ার নিয়ে আসছে 'ডিজিপ্লেক্স'। অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক তারকা। কী কী দেখা যাবে সেই ওটিটি প্ল্যাটফর্মে, ঘোষণা করা হল।


ওটিটি 'ডিজিপ্লেক্স'-এর আনুষ্ঠানিক উদ্বোধন


এই ওটিটিতে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ওয়েব সিরিজ। আসছে অভিষেক রায় পরিচালিত 'চক্র', আসছে 'ক্রাইম সিন্স', আসছে 'পেঁচা', আসছে 'সাইন অফ ফাইভ' সহ আরও নতুন অনেক ওয়েব সিরিজ। 


এদিনের ওটিটি লঞ্চ অনুষ্ঠানে ওয়েব সিরিজের কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন টালিগঞ্জের একাধিক তারকা। একদিকে যেমন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য জাদুকর পি সি সরকার, স্ত্রী জয়শ্রী সরকার ও মেয়ে-অভিনেত্রী মৌবনি সরকার। অন্যদিকে তেমনই উপস্থিত ছিলেন অভিনেতা ঈশান মজুমদার, অংশু বাচ, রেমো, পার্থসারথি, গোপাল তালুকদার, ঋদ্ধিষ প্রমুখ।


নতুন এই ওটিটি প্লাটফর্ম 'ডিজিপ্লেক্স'-র সহ নির্মাতা দিব্যেন্দু রায়চৌধুরী (Divyendu Roychowdhury) বেশ আশাবাদী তাঁর এই উদ্যোগ নিয়ে। তিনি বলেন, 'এই নতুন ওটিটি প্ল্যাটফর্ম বাংলা ওয়েব দুনিয়ায় নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসতে চলেছে, সে বিষয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ডিজিপ্লেক্স বাঙালির আবেগ, অনুপ্রেরণা, বাঙালিকে নতুন ভাবে বাংলা ওয়েব কন্টেন্টের প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছে। 'ডিজিপ্লেক্স'-এ মানুষ বিভিন্ন ঘরানার দুর্দান্ত ওয়েব কন্টেন্ট পেতে চলেছেন।' 


আরও পড়ুন: Dev-Rukmini: 'নবদম্পতি' দেব-রুক্মিণী? সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেই উপচে পড়ল শুভেচ্ছাবার্তা


অন্যান্য ওটিটি প্লাটফর্মগুলির থেকে কীসে আলাদা তাঁদের এই প্ল্যাটফর্ম? তিনি বলেন, 'এখানে মানুষ তাঁর পছন্দসই কন্টেন্ট দেখতে স্বচ্ছন্দবোধ করেন যাতে তার ব্যবস্থা থাকবে। পরবর্তী সময়ে ডিজিপ্লেক্স নিয়ে আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে। ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক ডিজিপ্লেক্স অরিজিলান ফিল্ম তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা ভীষণ আশাবাদী। আশা করি আমাদের এই প্রচেষ্টা মানুষের ভাল লাগবে এবং আমার মানুষকে তাঁদের পছন্দসই কন্টেন্টের মধ্যে দিয়ে আরও বেশি বিনোদনের যোগান দিতে পারব।'