কলকাতা: SSC-তে গ্রুপ ডি কর্মী নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল ময়নাগুড়ির (Maynaguri) প্রাক্তন তৃণমূল বিধায়ক (TMC MLA) ও ময়নাগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর (Anantadeb Adhikari)। ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হয়েছে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়কের লেটারপ্যাডে লেখা চাকরির (Job) সুপারিশ-পত্র। এবার এই অভিযোগকেই মান্যতা দিলেন তৃণমূল নেতা। তিনি বলেন যে, ‘গ্রুপ ডি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়কে ৫ জনের নাম সুপারিশ করেছিলাম’।
ঠিক কী জানিয়েছেন নেতা?
- ‘দলীয় বিধায়কদের পাঁচটা করে নাম পাঠাতে বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়’
- ‘৫ জনের নাম সুপারিশ করলেও তাঁদের কারও চাকরি হয়নি’
- ‘আমাদের যাঁরা দলীয় বিধায়ক আছেন তাদের নির্দেশ দিয়েছিলেন’
এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দাবি করা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথিও উদ্ধার। সেখানে প্রাক্তন তৃণমূল সাংসদ অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নামও মেলে বলে গত রবিবার হাইকোর্টে দাবি ইডির।
আরও পড়ুন, স্কুলে নিয়োগ নিয়ে ১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে, চাঞ্চল্যকর দাবি ED-র আইনজীবীর
ইডির তরফে দাবি করা হয়, অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর পাওয়া গিয়েছে সেখানে। সেই সূত্র ধরেই পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন, হাইকোর্টে এমনটা দাবি করে ইডি। যদিও প্রথমে এই দাবির প্রেক্ষিতে সরকারিভাবে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। যদিও পরে এই দাবিকেই মান্যতা দিলেন ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ময়নাগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান ।