কলকাতা: ৬৬৩ দিন আন্দোলনের পর অবশেষে এক চিলতে হাসি! অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। ৬৫ জনকে স্কুল বেছে নেওয়ার জন্য ডাকা হল কাউন্সেলিংয়ে। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী চাকরিপ্রার্থী। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এই কাউন্সেলিং। অপেক্ষমান তালিকা থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু, খবর এসএসসি সূত্রে।
হাইকোরি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া তথ্যই নির্দেশনামায় উল্লেখ করে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। গতকাল কেস ডায়েরিতে সিবিআই দাবি করে, ৬৬৭ জনের OMR শিটের নম্বর বদল হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশে। সিবিআইয়ের দেওয়া এই তথ্যই নির্দেশনামায় তুলে ধরেছেন সিবিআই আদালতের বিচারক শেখ কালামউদ্দিন। গতকাল শুনানির সময় তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। নির্দেশনামাতেও তার উল্লেখ রয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারক।
চাকরিপ্রার্থীদের মহাজোট: হাইকোর্টের সম্মতিতে কিছুদিন আগেই মিছিল করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহাজোট। চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ একত্রিত হয়ে এই মিছিলের ডাক দিয়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। মিছিলে সামিল হবেন ৬০০ দিনের ওপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ C, গ্রুপ D-র চাকরিপ্রার্থী-সহ অন্যান্য মঞ্চের আন্দোলনকারীরা। বিদ্বজ্জনদের একাংশও মহামিছিলে অংশ নেবেন বলে দাবি করেছেন চাকরিপ্রার্থীরা।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ: অন্যদিকে, অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের পর এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন করেছিল SSC? এটা কার মস্তিষ্কপ্রসূত? খুঁজে বের করতে গতকাল সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চে আবেদন SSC-র।
দুই প্রাক্তন চেয়ারম্যানকে তলব: এর আগে SSC-র গ্রুপ C নিয়োগ দুর্নীতি মামলায় এবার দুই প্রাক্তন চেয়ারম্যানকে তলব করে সিবিআই। SSC-র দুই প্রাক্তন কর্তা চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপ শূরকে আজই নিজাম প্য়ালেসে হাজিরা দিতে বলা হয়েছে। CBI দাবি করেছে, তদন্তে জানা যায়, চাপ দিয়ে নিয়ম বহির্ভূতভাবে সরিয়ে দেওয়া হয় চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপ শূরকে। এরপরই SSC-র চেয়ারম্যান পদে সুবীরেশ ভট্টাচার্যকে নিয়োগ করা হয়। সুবীরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে দুই প্রাক্তন চেয়ারম্য়ান কী জানেন, তা জানতেই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে সিবিআই। এর পাশাপাশি, সুবীরেশের মুখ খোলাতে এবার তাঁর ৪ অধস্তনকেই হাতিয়ার করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।আজই তলব করা হয়েছে SSC-র চার আধিকারিককে, যাঁরা সুবীরেশের নির্দেশে কাজ করতেন বলে CBI জানতে পেরেছে। ওই আধিকারিকদের সুবীরেশের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা।