মুম্বই: একের পর সিনেমা নিয়ে আপত্তি, অভিযোগ, বয়কটের ডাক, বলিউড থেকে শুরু করে টলিউড, দর্শকদের রোষের মুখে পরে বক্সঅফিসে ব্যবসার ক্ষতি হচ্ছে একের পর এক ছবির । এবার সেই বিষয় নিয়ে সরব হলে অভিনেতা সুনীল শেট্টি (Sunil Shetty)। যোগী আদিত্যনাথের সঙ্গে এই বিষয়ে কথা বললেন অভিনেতা ।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আলোচনায় উপস্থিত ছিলেন রূপোলি পর্দার সঙ্গে যুক্ত একাধিক ব্য়ক্তির । এএনআই সূত্রে খবর, যোগী আদিত্যনাথের উদ্দেশে সুনীল শেট্টি বলেছেন, হ্যাশট্যাগ বয়কট আপনার পদক্ষেপে বন্ধ হতে পারে । আপনি জানান, আমরা অনেক ভাল কাজও করেছি । হ্যাঁ, আমাদের মধ্যে হয়তো সামান্য কিছু অংশের মানুষ হয়তো খারাপ রয়েছেন, কিন্তু একটা সিংহভাগ অংশ ভাল কাজের সঙ্গেই যুক্ত । দর্শকদের কাছে আমাদের সম্পর্কে ধারণা বদলাতে হবে। যোগী আদিত্যনাথ কাছে সুনীল শেট্টি আর্জি জানান এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে ।'
আরও পড়ুন: Sonu Sood News: ট্রেনের দরজায় বসে সফরে আপত্তি রেলওয়ের, ক্ষমা চাইলেন সোনু সুদ
এদিন সুনীল শেট্টি আরও বলেন, 'আমাদের অভিনেতা তৈরির ওপর নজর দেওয়া উচিত। সেই সঙ্গে আমাদের টেকনিক্যাল টিম গঠন করার দিকেও নজর দেওয়া উচিত। স্থানীয় মানুষের ভাবনাকে মাথায় রেখে কাজ করা উচিত আমাদের। স্থানীয় জায়গায় কোম্পানি তৈরি হলে স্থানীয় মানুষেরাও কাজ পাবেন।'
বলিউডে বয়কটের চর্চা নিয়ে ব্যথিত সুনীল শেট্টি। অভিনেতা বলছেন, 'অনেকেই এখন মনে করেন বলিউড খুব খারাপ জায়গা। অথচ আমরা এখানে কত ভাল কাজ করেছি, কত ভাল ছবি বানিয়েছি। আমিও এমন কিছু ছবির অংশ থেকেছি। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এই হ্যাশট্যাগ বয়কটকে বন্ধ করার জন্য। আমরা সবাই খারাপ নই, আমরা ড্রাগস নিই না।'