পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। অভিযান শুরুর আগেই আটক করা হয়েছে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে। প্রথমে এমনই অভিযোগ জানায় তাঁর পরিবার। আদিসপ্তগ্রাম স্টেশন থেকে তাঁকে আটক করা হয়। অন্যদিকে আন্দোলনকারীরা অভিযোগ জানান, সুমন বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। যদিও আটক করা হয়েছে সুমন বিশ্বাসকে, বলে জানিয়েছে চন্দননগর কমিশনারেটের পুলিশ। এর আগে আজ ভোরে কর্মসূচির অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। 'ভোর সাড়ে ৫টা নাগাদ তাঁদের ব্যান্ডেলের বাড়িতে হাজির হয়ে তল্লাশি চালানো হয়।' চাকরিহারাদের আন্দোলন করা কি অপরাধ ? প্রশ্ন তুলেছে সুমন বিশ্বাসের পরিবার।

সুমন বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস বলেন, "দাদার এক বন্ধু ফোন করলেন। আদিসপ্তগ্রামে বাড়ি। তাঁর সঙ্গে হয়ত দেখা করে কলকাতা যাওয়ার ভাবনা-চিন্তা করেছিলেন। তিনি হয়ত যেতে দেননি। সে ব্যাপারটা আমি বলতে পারব না। কারণ, কাল রাতের পর আর ফোন হয়নি দাদার সঙ্গে। এখন এই মুহূর্তে খবর পেলাম, আদিসপ্তগ্রাম স্টেশন থেকে দাদা হয়ত আন্দোলনের জন্য যাচ্ছিলেন ট্রেন ধরবে বলে। তখন এসে ধরল। যখন ধরছে দাদাকে কোনও কথা বলতে দেয়নি। সুমন বিশ্বাসকে কোনও কথা বলতে দেয়নি। যখন জিজ্ঞাসা করছে, আপনার কোন থানা থেকে ? কোনও সদুত্তর না দিয়ে তুলে নিয়ে চলে গেল। এবার কোন থানায় গেছে, আমার দাদার বন্ধু এখন বিভিন্ন থানায় বাইক নিয়ে ঘুরছে, কোন থানায় নিয়ে গেল। আমরা কি করব ? এটা কি ২০১৬ সালে পরীক্ষা দিয়ে যোগ্য চাকরি পাওয়াটা কি তাঁর অপরাধ ? চাকরি পাওয়াটা কি অপরাধ ছিল ২০১৬ সালে ? আমরা কার কাছে যাব ? এই সরকারের কর্মচারী হয়ে যদি এই সরকারের কাছে ধর্ষিত হতে হয় তাহলে আমরা কোথায় যাব ?" 

নিয়োগে দুর্নীতির জেরে বাতিল হয়েছে ২০১৬-এর SSC-র গোটা প্য়ানেল! চাকরি হারিয়ে রাস্তায় যোগ্য শিক্ষকরাও। এই আবহেই যোগ্যদের চাকরিতে পুনর্বহাল, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে সোমবার SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। ঠিক তার ২৪ ঘণ্টা আগেই বিস্ফোরক একটি অডিও সামনে আনে বিধাননগর পুলিশ কমিশনারেট। দু'জনের ফোনালাপের একটি অডিও সামনে এনে পুলিশের দাবি, এই আন্দোলন থেকেই পুলিশের উপর হামলা ও বোমাবাজির ছক কষা হয়েছে। যদিও পুলিশের অভিযোগ মানতে নারাজ আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তিনি বলেছেন, বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়। এই ধরনের কোনও বক্তব্য়ের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। SSC ভবন অভিযান হবেই। শেষ সময় পুলিশ প্রশাসন ভয় পেয়ে আমাদের আন্দোলনকে ভেঙেচুরে তুবড়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে কি না সেটা সময় বলবে।"