কলকাতা: তাঁর কাছে বয়স একটা সংখ্যামাত্র। গত ১৪ অগাস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত (Rajinikanth) অভিনীত সিনেমা 'কুলি' (Coolie)। ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। ভারতের পাশাপাশি বিশ্বব্যাপী বক্স অফিসেও ছবিটি দুর্দান্ত আয় করছে। তবে বর্তমানে অনেকেই অপেক্ষা করেন, সিনেমাটা কবে ওটিটি প্ল্যাটফর্মে আসবে তার অপেক্ষায়। করোনার পর থেকে অনেকেই প্রত্যাশা করেন যে সিনেমাটি কবে ওটিটি প্ল্যাটফর্মে আসবে ও সেগুলো দেখবেন। বর্তমানে কোনও ছবি মুক্তি পেলেই মানুষ অপেক্ষা করেন, সিনেমাটি ওটিটিতে আসার জন্য। ইতিমধ্যেই অনেকে প্রেক্ষাগৃহে ছবিটি দেখে ফেলেছেন। তবে সবাই জানতে চান, কবে সিনেমাটি ওটিটিতে আসবে। তাহলে সেই তথ্যের দিকে নজর রাখা যাক।

জানা যাচ্ছে, রজনীকান্তের এই ছবির স্বত্ত্ব কিনেছে অ্যামাজন প্রাইম ভিডিও। জানা যাচ্ছে, নির্মাতারা ১২০ কোটিতে এই সিনেমা অ্যামাজন প্রাইমকে বিক্রি করে দিয়েছেন। সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় চুক্তিগুলির মধ্যে অন্যতম। ফলে সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে, এমনটাই জানা যাচ্ছে। সাধারণত, যে কোনও সিনেমা বড়পর্দায় মুক্তির ৮ সপ্তাহ পরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সেই হিসেব ধরা হলে, এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অক্টোবর মাস নাগাদ। তবে এখনও পর্যন্ত, আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। এখনও পর্যন্ত প্রেক্ষাগৃহেই ব্যবসা করছে সিনেমাটি।

জানা যাচ্ছে, মুক্তির মাত্র ৩ দিনের মধ্যেই এই সিনেমা গোটা ভারতে ১৮৮.৫ টাকার ব্যবসা করেছে। গোটা বিশ্বে এই সিনেমা ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে। এই সিনেমা রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছে 'ওয়ার ২' (War 2) সিনেমাটিকে। 'কুলি' বিশ্বজুড়ে ৩২০ কোটি টাকার ব্যবসা করেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 'কুলির' বাজেট ৪00 কোটি টাকা। রজনীকান্ত অভিনীত 'কুলি' ছবিটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। ছবিতে আমির খান একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন যা রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে জানা যআয়নি যে আমির এই সিনেমায় অভিনয় করছেন। দীর্ঘদিন পরে প্রকাশ্যে এসেছে এই খবর। আর সেই কারণে উচ্ছ্বসিত আমির অনুরাগীরাও। এছাড়াও সত্যরাজ, শ্রুতি হাসান এবং উপেন্দ্র-র মতো শিল্পীরাও এই ছবির তারকা শিল্পী।