কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবশেষে প্রকাশ্যে এল 'অযোগ্য' শিক্ষকদের (Teacher) তালিকা (List)। ১৮৩ জনের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬-র এসএসসি নবম-দশমের ১৮৩ জনের তালিকা প্রকাশ। ২৪ ঘণ্টার মধ্যেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দেয় হাইকোর্ট (High Court) । কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে তালিকা প্রকাশ কমিশনের । 


যারা র‍্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, তাঁদের কেবল নাম নয়, অ্যাপ্লিকেশন আইডি, রোল নম্বর, কোন বিষয়ে পেয়েছেন, কোন ক্যাটেগরির সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।                     


তাৎপর্যপূর্ণভাবে প্রতিটি বিষয়েই কিন্তু 'অযোগ্য প্রার্থীরা' চাকরি পেয়েছেন। কমিশনের প্রকাশিত তালিকা থেকে সেই তথ্যই পাওয়া যাচ্ছে। এও দেখা যাচ্ছে, সংরক্ষিত তালিকাতেই অযোগ্য প্রার্থীরা সবচেয়ে বেশি চাকরি পেয়েছেন। এমনকী, এই তালিকায় রয়েছেন এমন ৭৫-৮০ শতাংশ প্রার্থীরা বর্তমানে রাজ্যের বিভিন্ন স্কুলে চাকরি করছেন।     


আরও পড়ুন, ১৮৩ জন অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ কমিশনের, তালিকায় কারা কারা রয়েছেন?


প্রসঙ্গত, নবম-দশমে কতজন অবৈধ উপায়ে সুপারিশপত্র পেয়েছেন, বুধবার এই প্রশ্নের জবাবে ১৮৩ জনের কথা আদালতে জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাৎপর্যপূর্ণভাবে বলেন, আরও অনেক ধেড়ে ইঁদুর ধরা পড়বে।                                                   



আরও পড়ুন, হতে হবে নির্ভীক, অনেক ধেড়ে ইঁদুর বেরোবে, নিয়োগ দুর্নীতির শুনানিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিচারপতির


এর আগে সিবিআই দাবি করেছিল, তারা এমন প্রায় ৯৫২ জন সুপারিশপত্র প্রাপকের খোঁজ পেয়েছে। যার মধ্যে ৭৯৬ জন শিক্ষক পদে কর্মরত। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন, শুক্রবারের মধ্যে যে ১৮৩ জন অবৈধ উপায়ে সুপারিশপত্র পেয়েছেন, তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে। তাঁদের মধ্যে কতজন, কোন স্কুলে কর্মরত, তাও জেলা স্কুল পরিদর্শকের কাছে জানতে চাইবে কমিশন। ৩ দিনের মধ্যে স্কুল পরিদর্শকদের সেই তথ্য জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে।                                     


হাইকোর্টের কড়া নির্দেশের পর বৃহস্পতিবার বিকেলেই, ১৮৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। SSC’র দেওয়া তালিকার ওপরেও লেখা হয়েছে। এই তালিকায় যে ১৮৩ জনের নাম রয়েছে, তাঁরা ভুল পথে চাকরির সুপারিশপত্র পেয়েছিলেন।