কলকাতা : একাদশ-দ্বাদশের পর, এবার নবম-দশমের ফল প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এক্স মাধ্যমে পোস্ট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, এসএসসি কর্তৃপক্ষ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশ করেছে। গত ৭ সেপ্টেম্বর এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ায় যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের উদ্দেশে শিক্ষামন্ত্রী এক্স পোস্টে লিখেছেন, 'চাকরিহারা প্রার্থীদের কাছে আবেদন—সবকিছুই স্বচ্ছতা ও নিয়ম মেনে হবে, ভরসা রাখুন।'
একাদশ-দ্বাদশের পর নবম-দশমে শিক্ষক নিয়োগের রেজাল্ট আউট হল আজ ২৪ নভেম্বর। নবম-দশমে নিয়োগের জন্য শিক্ষকের শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৯২ হাজার পরীক্ষার্থী। রোল নম্বর দিয়ে কমিশনের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে রেজাল্ট। আগামী সপ্তাহে ভেরিফিকেশনের তালিকা প্রকাশ করবে SSC, খবর সূত্রের।
প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। ২০১৬ সালে যাঁরা চাকরি পেয়েছিলেন, এসএসসি- র সেই প্যানেলটাই পুরো বাতিল হয়ে গিয়েছে। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। প্রায় ৯ বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছিল এসএসসি।
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষার রেজাল্ট বেরনোর পর পরীক্ষার্থীদের মধ্যে থেকে একাংশ অভিযোগ করেছিলেন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে না। অত্যন্ত ধীর গতিতে চলছে ওয়েবসাইট। এসএসসি কর্তৃপক্ষ জানায়, একসঙ্গে অনেকে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইট খোলাতেই এই সমস্যা হয়েছিল। এরপর কারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন সেই তালিকা প্রকাশ করেছিল এসএসসি। অভিযোগ, চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের পরিচিত মুখের অনেকেই সেখানে ডাক পাননি। এখন তাঁদের ভরসা নবম-দশমের তালিকা। সেখানে আদৌ ডাক পাবেন কিনা, ভবিষ্যত অনিশ্চিত হবে নাকি সুনিশ্চিত, এখন সেই আশঙ্কার দোলাচলেই দিন কাটছে চাকরিহারা শিক্ষকদের।